দেশজুড়ে

জামিন পাওয়া দুই আসামিকে তুলে নিয়ে গেল বাদীপক্ষ

ছবি: সংগৃহীত

গাজীপুরের জেলা দায়রা জজ আদালত চত্বর থেকে জামিন পাওয়া দুই আসামিকে ধরে নিয়ে গেছেন বাদী পক্ষ। বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২ টার দিকে গাজীপুর জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩-এর সামনে এ ঘটনা ঘটে।

জামিন পাওয়া অপহৃত দুই আসামি হলেন দুই ভাই; গাজীপুরের শ্রীপুর থানার তেলিহাটি এলাকার আব্দুল মালেকের ছেলে মো. মিলন মিয়া (৩৫) ও বাবুল মিয়া (৪০)।

প্রত্যক্ষদর্শী ও আইনজীবীদের সূত্রে জানা যায়, গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি এলাকার শহীদুল্লাহর ছেলে নাজমুল হক জমিসংক্রান্ত বিরোধের একটি মামলা দায়ের করেন। মামলার বেশ কয়েকজন আসামি জামিনের জন্য আদালতে আসেন। জামিন পাওয়ার পর তাঁরা গাজীপুর জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩-এর সামনে অবস্থান করছিলেন।

এ সময় মামলার বাদীসহ বেশ কয়েকজন সেখানে উপস্থিত হন। একপর্যায়ে বাদী ও তাঁর লোকজন মামলায় জামিন পাওয়া দুই আসামিসহ অন্যদের মারধর শুরু করেন। এ সময় আইনজীবীরা বাধা দিলে তাঁদের ওপরও চড়াও হন তাঁরা। পরে আরও বেশ কয়েকজন ব্যক্তি বাবুল মিয়া ও মিলন মিয়াকে জোরপূর্বক ধরে নিয়ে যান।

মামলার আরেক আসামি এনামুল হক বলেন, আমরা আদালত থেকে বের হওয়ার সময় বাদী ও তার সঙ্গে থাকা কয়েকজন দেশীয় অস্ত্র লাঠিসোঁটা নিয়ে আমাদের পথরোধ করে। আইনজীবী সমিতির সাধারণ সম্পাদককে জানালে তিনি আমাদের আনতে দুই কর্মচারী পাঠান। কিন্তু তাদের সামনেই আমাদের ওপর হামলা চালানো হয়।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ড. নাজমুল করিম খান জানান, আদালত চত্বরে হামলার ঘটনা আমরা জানতে পেরেছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। 

এমএইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন