জাতীয়

ক্ষমতা পাকা করতে শাপলা চত্বরে গণহত্যা চালায় আওয়ামী লীগ : প্রেস সচিব

ছবি: সংগৃহীত

আওয়ামী লীগ সরকারের ক্ষমতার পাকাপোক্ত করার জন্য শাপলা চত্বরে গণহত্যা চালানো হয় বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকালে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে (এফডিসি) ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় বক্তব্য-কালে তিনি এ কথা বলেন। 

শফিকুল আলম বলেন, ‘আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো বলছে ৬০-৬১ জনের মৃত্যু হয়েছে, আর হেফাজত বলছে কয়েক হাজার মানুষ মারা গেছে। আমি মনে করি হেফাজতের এখন কারা কারা মারা গেছে খুঁজে বের করা উচিত। সকলের সামনে প্রকৃত সংখ্যা এবং নিহতদের পরিচয় নির্ধারণ করা উচিত।’

তিনি বলেন, ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি মাওলানা সাঈদীর ফাঁসির রায়ের সময় ও ১ মার্চ ভয়াবহ হত্যাকাণ্ড ঘটেছে। ২০১৩ সালের ডিসেম্বরে বিএনপি সমর্থক অনেক ছেলেকে গুম করা হয়েছে। 

তিনি আরও বলেন, ২০১৩ সালের ঘটনাগুলো বাংলাদেশের জন্য ভয়াবহ ছিল, সেই বছরের এপ্রিলেও একটা হত্যাকাণ্ড হয়েছে। ২০১৩ সালের পুরোটার কালমিন্যাশান হলো ২০১৪ সালের ৫ জানুয়ারি নির্বাচন।’

জনগণকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে শফিকুল আলম বলেন, অন্তর্বর্তীকালীন সরকার শেখ হাসিনার আমলে হওয়া সব গুম-হত্যার বিচার করতে ইচ্ছুক এবং জুলাই হত্যাকাণ্ডকে অগ্রাধিকার দিচ্ছে সরকার। 

ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে “ক্ষমতা হারানোর ভয়েই আওয়ামী সরকার শাপলা চত্বর হত্যাকাণ্ড ঘটিয়েছে” শীর্ষক ছায়া সংসদে তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা বিতার্কিকদের পরাজিত করে তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার বিতার্কিকরা বিজয়ী হয়।

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন