আন্তর্জাতিক

১৪ বা’রের মতো আবারও বাবা হলেন ইলন

ছবি: সংগৃহীত

বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তিদের মধ্যে একজন হলেন ইলন মাস্ক। আজ শনিবার পহেলা মার্চ পিঙ্কভিলা নামে একটি গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, চতুর্থ বান্ধবী শিভন জিলস ইলন মাস্কের ছেলে সন্তানের মা হয়েছেন।  ছেলের নাম রাখা হয়েছে সেলডন লাইসারগাস।

শিভন জিলিস নিজেই তার মাতৃত্বের তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে পোষ্ট করেছেন। এর আগেও মাস্কের তিন সন্তানের জন্ম দিয়েছেন জিলস।  ২০২১ সালের নভেম্বর মাসেও যমজ সন্তান প্রসব করেন তিনি। যাদের বাবা ইলন মাস্ক। এছাড়া ২০২৪ সালের ২৮ ফেব্রুয়ারি আরেকটি অর্থাৎ মাস্কের তৃতীয় সন্তান প্রসব করেন জিলস।

জিলস মাস্কের মালিকানাধীন সংস্থা নিউরোলিঙ্কের একজন অংশীদার।  

বিভিন্ন মাধ্যম থেকে জানা গেছে, মাস্কের একাধিক বান্ধবীর গর্ভে মোট ১৪টি সন্তান জন্ম নিয়েছে।

 এসকে// 

এ সম্পর্কিত আরও পড়ুন