জাতীয়

জেলা প্রশাসন বাস রিকুইজিশন করতে সাহায্য করলেও খরচ দেয়নি : প্রেস সচিব

পিরোজপুরের জেলা প্রশাসন পাঁচটি বাস রিকুইজিশন করতে সাহায্য করেছে। কিন্তু এই বাসগুলোর কোনও ধরনের পেট্রোলের খরচ, যাতায়াত খরচসহ কোনও খরচই ডিসি অফিস থেকে দেয়া হয়নি বলে জানিয়েছেন, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম

শনিবার (১ মার্চ) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

পিরোজপুরের জেলা প্রশাসক আশরাফুল আলমের বরাত দিয়ে প্রেস সচিব বলেন, বৈষম্যবিরোধী ছাত্রদের পিরোজপুর শাখা এবং নাগরিক কমিটি তাদের কাছে বাস রিকুইজিশনের জন্য জানিয়েছেন। এজন্য তারা ডিসির কাছে চিঠিও দিয়েছেন। এর সঙ্গে জুলাই-আগস্টের আন্দোলনে যারা আহত হয়েছেন এবং নিহতদের পরিবার সবাই মিলে এসে জেলা প্রশাসনের কাছে অনুরোধ করেছিলেন। সেই অনুরোধের প্রেক্ষিতে এক প্রকার চাপে তারা পাঁচটি বাস রিকুইজিশন করতে সাহায্য করেছে।

তিনি বলেন, ‘আমরা দেখছি যে, এই ধরনের ঘটনা আরও কোথাও পুনরাবৃত্তি হয়েছে কি না।

বাস রিকুইজিশনের বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ওঠা অভিযোগের বিষয়ে তিনি আরও বলেন, আমি এখানে দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, অন্তর্বর্তী সরকারের এখানে কোনও ভুমিকা নেই।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন