দেশজুড়ে

ছিনতাই চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

কক্সবাজারের বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে ছিনতাই চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব ।

রোববার (২ মার্চ) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব ১৫ সহকারী পুলিশ সুপার (‌ আইন এবং গণমাধ্যম ) আ.ম. ফারুক।

তিনি জানান, বেশ কিছুদিন ধরে কক্সবাজার শহরের  বিভিন্ন এলাকায় সক্রিয় হয়ে উঠেছিল ছিনতাইকারীরা। দেশের চলমান পরিস্থিতিতে জনসাধারণের জান-মালসহ সার্বিক নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে শহরে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে অনেকেই তালিকাভুক্ত ছিনতাইকারী এবং তাদের বিরুদ্ধে এই অভিযান চলমান থাকবে বলে জানান র‍্যাবের এই কর্মকর্তা।

অভিযানে গ্রেপ্তারকৃতরা হলেন, কক্সবাজার শহরের ঘোনা পাড়া এলাকার মৃত শ্রীমন্ত দের পুত্র হিরন দে (২৮), দক্ষিণ মুহুড়ী পাড়া এলাকার মো. আব্দুল কাইয়ুম পুত্র মো. শাহআলম (৩৫), নতুন বাহারছড়া এলাকার মৃত মনির আহাম্মদের ছেলে মো. মঞ্জুর আলম (৩০), সৈকতপাড়া এলাকার নাসির উদ্দিনের পুত্র সায়মন নাহিদ নুর জীবন (২০), লাইট হাউজ এলাকার জাফর আহাম্মদ পুত্র ওয়াসিম (২৬), নতুন বাহারছড়া এলাকার মানিক মিয়ার ছেলে মো. হান্নান (১৯)।

আই/এ

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন