পরিস্থিতি উত্তরণে ড. ইউনূসকে দীর্ঘ পথ পাড়ি দিতে হবে: অমর্ত্য সেন

বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন বলেছেন, এই পরিস্থিতি উত্তরণে ড. ইউনূসকে দীর্ঘ পথ পাড়ি দিতে হবে।
পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় নিজ বাড়ি শান্তিনিকেতনে ভারতীয় সংবাদমাধ্যম প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া, পিটিআইকে একটি সাক্ষাৎকার দেন অমর্ত্য সেন।
বাংলাদেশের পরিস্থিতি গভীরভাবে ব্যথিত করে জানিয়ে তিনি পিটিআইকে বলেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও তাঁর বন্ধু ড. ইউনূস গুরুত্বপুর্ণ পদক্ষেপ নিচ্ছেন, তবে তাঁকে চলমান অচলাবস্থা কাটাতে দীর্ঘ পথ পাড়ি দিতে হবে। আগামীতে বাংলাদেশ কীভাবে চ্যালেঞ্জ মোকাবিলা করবে সে বিষয়েও উদ্বেগ জানান নোবেল বিজয়ী এই অর্থনীতিবিদ।
রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে সতর্ক করে অমর্ত্য সেন বলেন, ‘এই ধরনের পদক্ষেপ একই ভুলের পুনরাবৃত্তি করবে। যে কারণে আওয়ামী লীগ সরকারকে অন্য রাজনৈতিক দলগুলো দোষারোপ করেছিল।’
এনএস/