সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত

রাজশাহীর গোদাগাড়ীতে ট্রাক ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও তিনজন। সোমবার (৩ মার্চ) ভোর ৫টার দিকে উপজেলার রাজাবাড়ি বাজার চেকপোস্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে রয়েছেন অ্যাম্বুলেন্সচালক জাফর হক(৪৫), যাত্রী সুন্দরী(৬০) ও আদুরী (৩৫)। আহত তিনজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, মহিষালবাড়ি থেকে রাজশাহীর দিকে একটি অ্যাম্বুলেন্স যাচ্ছিল, আর বিপরীত দিক থেকে একটি ট্রাক আসছিল। আর এখান থেকেই মুখোমুখি সংঘর্ষের সূত্রপাত ঘটে, ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্সের চালকসহ দুই নারী প্রাণ হারান।
তিনি আরও জানান, নিহতদের স্বজনদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। দুর্ঘটনায় জড়িত গাড়ি দুটিকে জব্দ করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এসকে//