বিনোদন

অস্কারের সেরা সিনেমা ‘আনোরা’, ইতিহাস গড়লেন নির্মাতা শন বেকার

ছবি: সংগৃহীত

বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ চলচ্চিত্র পুরষ্কার হিসেবে পরিচিত অস্কারে ‘আনোরা’ সিনেমাটি এবার সেরা চলচ্চিত্র হিসেবে নির্বাচিত হয়েছে।

বাংলাদেশের স্থানীয়  সময় সোমবার (৩ মার্চ) ভোরে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের ডাবলি থিয়েটারে অস্কারের ৯৭তম আসরে এ ঘোষণা দেয়া হয়। জমকালো এই আসরে সেরা চলচ্চিত্র, অভিনেতা-অভিনেত্রীসহ বিজয়ীদের নামও ঘোষণা করা হয়। 

নিউইয়র্কভিত্তিক সাপ্তাহিক বিনোদন ম্যাগাজিন ভ্যারাইটির প্রতিবেদনে বলা হয়, এবারের অস্কার আসরে নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে সেরা চলচ্চিত্রে পুরস্কার পেয়েছে  ‘আনোরা’।  ২০২৪ সালে মুক্তি পাওয়া এই সিনেমাটির পরিচালনার পাশাপাশি চিত্রনাট্যও লিখেছেন  নির্মাতা শন বেকার। ‘আনোরা’ সিনেমার মাধ্যমে পরিচালক শন বেকার একাডেমি অ্যাওয়ার্ডসে নতুন ইতিহাস গড়লেন।

তিনি একই সিনেমার জন্য চারটি অস্কার জিতেছেন—প্রযোজনা, পরিচালনা, সম্পাদনা ও চিত্রনাট্য রচনার জন্য। এটি এক অনন্য স্বীকৃতি, বিশেষ করে বেকারের মতো একজন স্বাধীনচেতা চলচ্চিত্র নির্মাতার জন্য, যিনি মূলধারার হলিউডের বাইরে কম বাজেটের সিনেমা নির্মাণের জন্য পরিচিত।  

আগেই সমালোচকেরা আনোরা’, ‘কনক্লেভ’, ‘দ্য ব্রুটালিস্ট’, ‘এমিলিয়া পেরেজ’— এই চার সিনেমার মধ্যে যেকোনো একটি সেরার পুরস্কার জিতবে বলে পূর্বাভাস দিয়েছিলেন। শেষ পর্যন্ত ‘আনোরা’ সেরা সিনেমা হলো 

কুখ্যাত এক রাশিয়ান গ্যাংস্টারের ছেলে প্রেমে পড়ে এক স্ট্রিপ ড্যান্সারের। দুজন বিয়ে করলেও, সেই গ্যাংস্টার কখনো এই সম্পর্ক মেনে নেয় না।

এমনই এক টানাপোড়েনের গল্প নিয়ে নির্মিত হয়েছে শন বেকারের সিনেমা “আনোরা”। নিম্নবিত্ত মানুষের বাস্তবতা ও স্বপ্নের দ্বন্দ্ব তুলে ধরা এই চলচ্চিত্রটি গেলো বছর কান উৎসবে স্বর্ণপাম জিতে সবাইকে চমকে দিয়েছিল। হেভিওয়েট নির্মাতাদের প্রতিদ্বন্দ্বিতার মধ্যেও শ্রেষ্ঠত্বের মুকুট পরার পর, এবার অস্কারেও সেরা সিনেমার তকমা জিতেছে এটি

“আনোরা” প্রযোজনা করেছেন শন বেকারের স্ত্রী, সামান্থা কোয়ান। ২০২৩ সালে নিউইয়র্কে চিত্রায়িত হওয়া সিনেমাটি ২০২৪ সালের ২১ মে কান উৎসবে প্রিমিয়ার হয়। প্রদর্শনীর পর, দর্শকরা ১০ মিনিট ধরে স্ট্যান্ডিং ওভেশন দিয়ে চলচ্চিত্রটিকে অভিবাদন জানায়

এসকে// 

এ সম্পর্কিত আরও পড়ুন