শাহজাদপুরে আবাসিক হোটেলে আগুন, নিহত ৪

রাজধানীর শাহজাদপুরের বাশতলা এলাকার একটি বহুতল ভবনের আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে চারজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
সোমবার (০৩ ফেব্রুয়ারি) বেলা ১২টা ১৭ মিনিটে ছয়তলা ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত সৌদিয়া হোটেলে এ আগুন লাগে।
সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। তাদের প্রচেষ্টায় দুপুর ১টা ৪ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস জানায়, নিহত চারজনের মরদেহ ভবনের ছয়তলায় পাওয়া গেছে। এর মধ্যে একজনের মরদেহ বাথরুমের ভেতরে, আর তিনজনের মরদেহ সিঁড়ির গোড়ায় পড়ে ছিল। ভবনের সিঁড়ির দরজায় তালা দেওয়া থাকায় তারা বের হতে পারেননি বলে ধারণা করা হচ্ছে। নিহতরা সবাই পুরুষ, তবে তাদের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।
এ ঘটনায় আশপাশের সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়, ফলে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।
এসি//