বিনোদন

যে কারণে মায়ের জন্মদিন উদযাপন করে সমালোচিত হয়েছিলেন প্রিয়াঙ্কা

ছবি: সংগৃহীত

বলিউড থেকে হলিউড সব জায়গায়ই অভিনয়ের জন্য প্রশংসিত প্রিয়াঙ্কা চোপড়া। তার ব্যক্তিগত জীবন নিয়েও কৌতুহলের শেষ নেই ভক্তদের। তবে অনেকেই জানেন না, বাবার মৃত্যুর মাত্র ছয় দিন পরই তিনি মায়ের জন্মদিনের জমকালো আয়োজন করেছিলেন। 

২০১৩ সালে দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে লড়াই করে প্রয়াত হন প্রিয়াঙ্কার বাবা ভারতীয় সেনাবাহিনীর চিকিৎসক অশোক চোপড়া। বাবার মৃত্যুর শোক সামলে নেওয়ার আগেই কঠিন এক সিদ্ধান্ত নেন প্রিয়াঙ্কা। জমকালো আয়োজনে মায়ের জন্মদিন উদযাপন করেন তিনি। 

এই ঘটনার কথা জানান প্রিয়াঙ্কার মা মধু চোপড়া নিজেই। তিনি বলেন, ‘স্বামীর অসুস্থতার কারণে পুরো পরিবার একসঙ্গে ছিল, কিন্তু তার মৃত্যুর পর পরিবেশ ছিল নেমে এসেছিলো শোকের ছায়া। এই পরিস্থিতিতেও প্রিয়াঙ্কা আমার জন্মদিন পালনের সিদ্ধান্ত নেয় এবং সব আত্মীয়কে থাকতে বলে। কারণ, ওর বাবাও চাইতেন পরিবারের সবাই একসঙ্গে থাকুক, আমার মুখে হাসি ফুটুক।’ 

প্রিয়াঙ্কার মা আরও জানান, ‘আত্মীয়-স্বজনরা সমালোচনা করেছিলেন, তবে প্রিয়াঙ্কার উদ্দেশ্য ছিল আমার মুখে হাসি ফেরানো। বাবার মৃত্যুর শোকে ডুবে থাকার পরিবর্তে প্রিয়াঙ্কা চেয়েছিলেন পরিবারকে শক্ত রাখতে, যা তাকে অন্যদের থেকে আলাদা চিন্তাভাবনারই পরিচায়ক।’

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন