আন্তর্জাতিক

মিশরের পরিকল্পনা আরব নেতাদের গ্রহণ; সম্মতি জানালো হামাস

মিশরের রাজধানী কায়রোয় জরুরি সম্মেলনে আরব দেশগুলোর নেতারা ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের গাজা উপত্যকার পুনর্গঠনের লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া প্রস্তাবের বিপরীতে  মিশরের দেওয়া একটি ‘বিকল্প প্রস্তাব’ গ্রহণ করেছে আরব দেশগুলোর নেতারা।

মঙ্গলবার(৫ মার্চ) মিশরের রাজধানী কায়রোতে অনুষ্ঠিত জরুরি আরব সম্মেলনে মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি বিকল্প প্রস্তাবটি তুললে  তা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।

মিশরের পরিকল্পনা অনুসারে গাজা একটি স্বাধীন ফিলিস্তিনি সংস্থা দ্বারা পরিচালিত হবে। এটি  গাজাবাসীদের তাদের ভূমিতে থাকার অধিকার নিশ্চিত করবে। 

সৌদি সংবাদমাধ্যম আল-আরাবিয়াহর প্রতিবেদনে বলা হয়, কায়রোতে আরব লীগ সম্মেলনে বক্তব্য রাখার সময় সিসি আরও বলেন, মিশরের পরিকল্পনা অনুযায়ী, ফিলিস্তিনিরা তাদের ভূমিতে থাকবে এবং গাজার তত্ত্বাবধান করবে ফিলিস্তিনি প্রযুক্তিবিদদের একটি কমিটি।

এদিকে, গাজার পুনর্গঠনে মিশরের পরিকল্পনাকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস।

আরব সম্মেলন শেষে এক বিবৃতিতে হামাস বলেছে, এই সম্মেলনটি ফিলিস্তিনিদের জন্য আরব ও ইসলামিক সমর্থনের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, বিশেষ করে গাজা, পশ্চিম তীর এবং জেরুজালেমে ইসরাইলি আক্রমণ এবং বিতাড়ন প্রচেষ্টার বিরুদ্ধে। 

ফিলিস্তিনিদের বিতাড়িত করার মার্কিন প্রস্তাব প্রত্যাখ্যান করায় আরব নেতাদের প্রশংসা করে হামাস জানায়, এটি একটি ঐতিহাসিক বার্তা যে, দ্বিতীয় বিপর্যয় ঘটতে দেওয়া হবে না।

 

গোষ্ঠীটি ইসরাইলের বিরুদ্ধে বয়কটের আহ্বান জানিয়ে বলেছে, এটি ইসরাইলকে আন্তর্জাতিক আইনে মান্য করার জন্য চাপ সৃষ্টি করার একটি অত্যন্ত কার্যকর কৌশল।

এমআর//

এ সম্পর্কিত আরও পড়ুন