জাতীয়

১০ মার্চের মধ্যে নতুন বই পাবে সব শিক্ষার্থী: বিদায়ী শিক্ষা উপদেষ্টা

ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের বিদায়ী উপদেষ্টা অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ জানিয়েছেন, ১০ মার্চের মধ্যে সারাদেশের সকল শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছে দেওয়া হবে।

বুধবার (৫ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ওয়াহিদউদ্দিন মাহমুদকে বিদায় এবং সিআর আবরারের যোগদান উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠানে এ কথা জানান বিদায়ী উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ।

তিনি বলেন, যখন অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণ করে তখন দেশ অত্যন্ত বিশৃঙ্খল পরিস্থিতিতে ছিলো। সারাদেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান অস্থির অবস্থায় ছিলো। বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করে সেখান থেকে বর্তমানে স্বাভাবিক পর্যায়ে আনা সম্ভব হয়েছে।

তিনি আরও বলেন, সরকারের প্রথম অগ্রাধিকার ছিলো কারিকুলাম। বর্তমানে যে কারিকুলাম আছে সেটিতে দুই-তিন বছর স্থির থাকা ভালো। এই কারিকুলাম যুগোপযোগী করা প্রয়োজন।

ড. ওয়াহিদউদ্দিন বলেন, এমপিওভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা, বিনোদন ভাতা, বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা এ বছরের ঈদুল আজহা থেকে কিছুটা বাড়বে। এছাড়া শিক্ষকদের অবসর এবং কল্যাণ ভাতার জন্য একটা তহবিল তৈরি করা হচ্ছে।

 

প্রসঙ্গগত, বুধবার (৫ মার্চ) অন্তর্বর্তীকালীন সরকারের নতুন উপদেষ্টা হিসেবে সি আর আবরারকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব মো. শেখ আবদুর রশীদ।

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন