দেশজুড়ে

ভারত ও পাকিস্তান থেকে আসলো ৩৭ হাজার টন চাল

ছবি: সংগৃহীত

ভারত ও পাকিস্তান থেকে আমদানি করা ৩৭ হাজার ২৫০ মেট্রিক টন চালের দুটি চালান চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে। এরই মধ্যে ২৬ হাজার ২৫০ মেট্রিক টন আতপ চাল পাকিস্তান থেকে এসেছে, আর ভারত থেকে এসেছে ১১ হাজার মেট্রিক টন সিদ্ধ চাল

খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা ইমদাদ ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানান, সরকারিভাবে (জি টু জি) পাকিস্তান থেকে আনা চালবাহী জাহাজ "এমভি সিবি" এবং গ্লোবাল টেন্ডারের আওতায় ভারত থেকে আমদানি করা চাল নিয়ে "এমভি এইচটি ইউনাইট" চট্টগ্রাম বন্দরে অবস্থান নিয়েছে। 

বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, জাহাজে আনা চালের নমুনা পরীক্ষা সম্পন্ন হওয়ার পরই উৎরানোর কাজ শুরু হবে।

এসকে//   

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন