খেলাধুলা

আইপিএল খেলা হবে না কার্সের, বদলি মালডার

ছবি: সংগৃহীত

সানরাইজার্স হায়দ্রাবাদের ইংলিশ অলরাউন্ডার ব্রাইডন কার্স আইপিএল ২০২৫ থেকে ছিটকে গেছেন। সানরাইজার্স কার্সের বদলি হিসেবে দলে টেনেছেন দক্ষিণ আফ্রিকার উইয়ান মালডারকে

ভিত্তিমূল্য ১ কোটি রুপিতে কার্সকে দলে ভিড়িয়েছিল সানরাইজার্স। তবে ভারতে ইংল্যান্ডের সাদা বলের সফরে পায়ের আঙুলে চোট পান কার্স। এই চোট আরও বেড়ে যায় লাহোরে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে। এই ম্যাচে মাত্র ৭ ওভার বল করার সুযোগ হয় এই অলরাউন্ডারের।

মালডার চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে ওঠা পর্যন্ত যৌথভাবে দক্ষিণ আফ্রিকার সর্বোচ্চ উইকেট সংগ্রাহক ছিলেন। তার উইকেট সংখ্যা ৬ টি।

এখন পর্যন্ত ১২৮ টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন মালডার। যেখানে ২১৭২ রান সংগ্রহ করেছেন, উইকেট নিয়েছেন ৬৭ টি। এবার প্রথমবারের মতো আইপিএল খেলতে যাচ্ছেন মালডার।

আইপিএল ২০২৫ আসর মার্চের ২২ তারিখ থেকে শুরু হবে। সানরাইজার্স হায়দ্রাবাদ তাদের প্রথম ম্যাচ খেলবে মার্চের ২৩ তারিখ।

এমএইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন