খেলাধুলা

ফাইনালে উঠলেও শতভাগ দিতে পারেনি ভারত, মন্তব্য গাভাস্কারের

ভারত এখনো নিজেদের শতভাগ দিতে পারেনি, যদিও তারা চ্যাম্পিয়নস ট্রফির ফাইনাল খেলতে যাচ্ছে। এমনটি মনে করেন ভারতের সাবেক কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাস্কার।

ভারতীয় দল এখন পর্যন্ত হওয়া তাদের ৪ টি ম্যাচেই জয়লাভ করেছে। তারা প্রতিটি ম্যাচ খেলছে সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে।

গাভাস্কার বলেন, ‘তারা এখনো শতভাগ দিতে পারেনি কারণ আপনি যখন ওপেনারদের দেখবেন, তারা ভারতীয় দলকে সেই শুরুটা এনে দিতে পারেনি- যা তাদেরকে নিয়ে আশা করা যায়। এরকম এখনো ঘটেনি। তাই মনে হয় এখানে স্পষ্ট একটা ঘাটতি আছে।‘

এই সাবেক ক্রিকেটার আরও বলেন, ‘এমনকি নতুন বলে, আপনি প্রথম ১০ ওভারেই একটা কিছু করতে চাইবেন। আপনি অবশ্যই ২ বা ৩ উইকেট নিতে চাইবেন। এটাও তো হচ্ছে না। মিডল অর্ডারে আমরা উইকেট পাচ্ছি না। যদিও রান সেভাবে প্রবাহিত হয়নি। এই জায়গাগুলোতে আরও ভালো হওয়ার সুযোগ আছে। সুযোগ আছে ভালো করার ও ফাইনাল জেতার।‘

আগামী রোববার (৯ মার্চ) আরব আমিরাতের দুবাইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে ফাইনালে মাঠে নামবে ভারত।

এমএইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন