আন্তর্জাতিক

শর্ত সাপেক্ষে সৌদি যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান।

আগামী চার বছরে আমেরিকান প্রতিষ্ঠানে সৌদি আরব এক ট্রিলিয়ন ডলার বিনিয়োগ করবে, এমন শর্তে দেশটি সফরে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার (৭ মার্চ) সংবাদমাধ্যম টাইমস অফ ইসরাইলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

বৃহস্পতিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় ট্রাম্প বলেন, তাঁর প্রথম মেয়াদে সৌদি আরব আমেরিকান প্রতিষ্ঠানগুলোতে ৪৫০ বিলিয়ন ডলার বিনিয়োগে রাজি  হয়েছিলো। তারা ( সৌদি আরব) অনেক ধনী হয়ে গেছে। সৌদি আরবকে বলেছি, তারা যদি আগামী চার বছরে মার্কিন ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে এক ট্রিলিয়ন ডলার বিনিয়োগ করে, তাহলে আমি যাব।

ট্রাম্প আরও বলেন, সৌদি আরব রাজি হয়েছে। একারণে আগামী এক অথবা দেড় মাসের মধ্যে আমি সেখানে যাবো। 

সৌদি আরবের সঙ্গে চমৎকার সম্পর্ক আছে উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, সামরিক সরঞ্জামসহ অনেক কিছু তারা আমাদের কাছ থেকে কিনবে। 

 

 এনএস/ 

এ সম্পর্কিত আরও পড়ুন