ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিং
গণতান্ত্রিক উপায়ে বাংলাদেশে সকল সংকটের সমাধান চায় ভারত

অন্তর্ভুক্তি ও অংশগ্রহণমূলক নির্বাচন এবং গণতান্ত্রিক উপায়ে বাংলাদেশের সকল সংকট সমাধানের আশাবাদ ব্যক্ত করেছে ভারত। শুক্রবার(৭ মার্চ) নিয়মিত সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ কথা জানান।
সাংবাদিকের প্রশ্নের জবাবে রণধীর জয়সওয়াল বলেন, ভারত স্থিতিশীল, শান্তিপূর্ণ, অন্তর্ভুক্তিমূলক এবং প্রগতিশীল বাংলাদেশ সমর্থন করেন; যেখানে সব সমস্যার সমাধান গণতান্ত্রিক উপায়ে এবং অন্তর্ভুক্তি ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে সমাধান করা হয়।
এসময় বাংলাদেশে ক্রমবর্ধমান আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন ভারতের পররাষ্ট্র মন্ত্রলালয়ের এই মুখপাত্র। তিনি বলেন, গুরুতর অপরাধের দায়ে সাজাপ্রাপ্ত সহিংস উগ্রপন্থীদের মুক্তি আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতিকে আরও তীব্র করে তুলেছে।
সংখ্যালঘুদের ওপর হামলা, অগ্নিসংযোগ, সহিংসতার বিষয়ে রণধীর জয়সওয়াল আরও বলেন, ভারত আশা করে, কোন ধরনের বৈষম্য ছাড়া বাংলাদেশের অন্তর্বর্তী সরকার সংখ্যালঘুদের ওপর সহিংসতার তদন্ত ও দোষীদের বিচারের আওতায় আনবে।
এনএস/