সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ বিস্ফোরণ, নিহত রিকশাচালক হান্নান, দগ্ধ ৮
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ভয়াবহ গ্যাস লিকেজ বিস্ফোরণে রিকশাচালক হান্নান (৫০) নিহত হয়েছেন এবং তার পরিবারসহ মোট ৮ জন দগ্ধ হয়েছেন। শুক্রবার (৭ মার্চ) রাতে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে হান্নান শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, হান্নানের শরীরের ৪৫ শতাংশ পুড়ে গিয়েছিল, বিশেষ করে তার শ্বাসনালীসহ শরীরের বেশিরভাগ অংশ দগ্ধ হয়েছিল। তিনি ইনস্টিটিউটের ৬০২ নম্বর ওয়ার্ডে ভর্তি ছিলেন এবং সেখানেই তার মৃত্যু হয়।
এ ঘটনায় হান্নানের স্ত্রী লাকি আক্তার (৩৫) ২২ শতাংশ, মেয়ে জান্নাত আক্তার নুরজাহান (৪) ৩ শতাংশ, মেয়ে সামিয়া আক্তার রিম (১১) ৭ শতাংশ, ছেলে সাব্বির (১২) ২৭ শতাংশ, প্রতিবেশী সোহাগ (২৩) ৪০ শতাংশ, তার স্ত্রী রুপালি (২০) ৩৪ শতাংশ এবং তাদের একমাত্র মেয়ে সুমাইয়া (১.৫ বছর) ৪৪ শতাংশ দগ্ধ হয়েছেন।
ঘটনাটি সোমবার (৩ মার্চ) রাতে, সাড়ে ৩টার দিকে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি ২ নম্বর চেয়ারম্যান অফিসের পাশে একটি টিনশেড বাসায় ঘটেছিল। হঠাৎ গ্যাস লাইন থেকে আগুন ছড়িয়ে পুরো বাসায় ছড়িয়ে গিয়ে দুটি কক্ষে থাকা ৮ জনকে দগ্ধ করে। তাদের দ্রুত ঢাকার বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়।
এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং স্থানীয় প্রশাসন দ্রুত ক্ষতিগ্রস্তদের সাহায্য প্রদানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে।
এসকে//