বিশ্বকাপ ফাইনালের সেই ক্যাচ প্রতিদিন দেখেন সূর্যকুমার

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ এ দুর্দান্ত এক ক্যাচ নিয়েছিলেন ভারতের বর্তমান টি-টোয়েন্টি অধিনায়ক সূর্যকুমার যাদব। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ডেভিড মিলারের ব্যাট থেকে আসা সেই ক্যাচ ভারতের শিরোপা জয়ে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
সম্প্রতি ‘ইন্ডিয়া টু’ডে’র একটি অনুষ্ঠানে সূর্যকুমার জানিয়েছেন, তিনি প্রায় প্রতিদিন তার সেই ক্যাচের ভিডিও দেখেন।
এই ভারতীয় ব্যাটার বলেন, ‘আমি এটা প্রতি ঘণ্টাতেই দেখি। যখনই আমার সুযোগ হয় ফোন চালানোর, আমি এটা অনেকবার দেখেছি এবং আমি খুবই কৃতজ্ঞ। বোঝাতে চাচ্ছি, সেদিন মনে হচ্ছিল দেশের জন্য বিশেষ কিছু করতে পেরেছি। তখন যদি কেবল দেখতেই ব্যস্ত থাকতাম, বলটা বাউন্ডারি পার করে যেত। সেই ম্যাচে অনেকগুলো মুহূর্ত ছিল এবং এটাও তার মধ্যে একটা। কিন্তু যখন ৩০ বলে ৩০ প্রয়োজন, তখন সেই মুহূর্তে পৌঁছাতে পারাটা!’
রোহিত শর্মা টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছাড়ার পর সূর্যকুমারকে অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়। ২০২৪ সাল থেকে শুরু করে তার নেতৃত্বে এখন পর্যন্ত প্রতিটি সিরিজে জয়লাভ করেছে ভারত।
এমএইচ//