জাতীয়

নৈরাজ্য ঠেকাতে এখন থেকেই জিরো টলারেন্স: উপদেষ্টা মাহফুজ

দেশে মব জাস্টিস ও মিলিট্যান্সিসহ বিভিন্ন ইস্যু সামনে আসতে পারে, তাই সেগুলো মিডিয়ায় যথাযথভাবে উপস্থাপন ও মনিটরিংয়ের বিষয়ে গুরুত্ব দিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম।

রোববার (০৯ মার্চ) আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি।

মাহফুজ আলম বলেন, সামনের দিনগুলোতে মিডিয়া এসব ইস্যুকে কীভাবে ফোকাস করবে, তা নিয়ে স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করা হবে। পরিকল্পনা এমনভাবে করা হবে যেন জনগণ সঠিক তথ্য পায়। পাশাপাশি, বিভ্রান্তিকর ও ভুয়া তথ্য ছড়িয়ে জনগণকে উত্তেজিত করার প্রচেষ্টার বিরুদ্ধে কীভাবে সচেতনতা তৈরি করা যায়, সে বিষয়েও মিডিয়া স্টেকহোল্ডারদের সঙ্গে বসা হবে।

তিনি আরও জানান, সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই ভারতসহ দেশের ভেতরে বিভিন্ন উৎস থেকে যোগাযোগ-সংক্রান্ত বিভ্রান্তিকর প্রচারণা (কমিউনিকেশন ওয়ারফেয়ার) চলছে। এর বিরুদ্ধে এখন থেকে সরকার ‘কাউন্টার কমিউনিকেশন ওয়ারফেয়ারে’ যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

এছাড়া মাহফুজ আলম স্পষ্টভাবে জানান, আজ থেকে মব তৈরিসহ যেকোনো নৈরাজ্যকর পরিস্থিতি দমনে সরকার কঠোর অবস্থান নেবে এবং যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। এ বিষয়ে সরকারের নীতি হবে ‘জিরো টলারেন্স’।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন