আন্তর্জাতিক

আফগানদের পাকিস্তান ছাড়ার আল্টিমেটাম

আগামী ৩১ মার্চের মধ্যে অবৈধ বিদেশী ও আফগান সিটিজেন কার্ডধারীদের পাকিস্তান ত্যাগের নির্দেশ দিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। উল্লিখিত সময়ের মধ্যে পাকিস্তান না ছাড়লে এসব অবৈধ অভিবাসীদের ১ এপ্রিল থেকে নিজ দেশে ফেরত পাঠাবে ইসলামাবাদ। সংবাদসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

পাকিস্তানে সন্ত্রাসী হামলা ও অপরাধ বৃদ্ধির জন্য দেশটির সরকার অনেকদিন থেকে আফগান অভিবাসীদের দোষারোপ করে আসছে। তবে পাকিস্তানের এসব অভিযোগ বরাবর নাকচ করে আসছে কাবুল।

শুক্রবার পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, পাকিস্তান দয়ালু এক আশ্রয়দাতা। দায়িত্বশীল একটি রাষ্ট্র হিসাবে তারা তাদের প্রতিশ্রুতি পূরণ করেছে এবং বাধ্যবাধকতা মেনে চলেছে। আমরা আবারও বলছি যে, পাকিস্তানে যারা আছেন তাদেরকে সব বৈধ প্রক্রিয়া পূরণ করতে হবে।

পাকিস্তান মূলত ২০২৩ সাল থেকে বিদেশী নাগরিকদের-যাদের মধ্যে বেশিরভাগই আফগান নাগরিক- তাড়াতে অভিযান শুরু করে। এ ব্যাপারে ইসলামাবাদ বলছে, তারা শুধুমাত্র বৈধ কোন কাগজ নেই এমন বিদেশিদের ওপর মনোনিবেশ করছে।

জাতিসংঘের তথ্যমতে, পাকিস্তানে আফগান সিটিজেন কার্ডধারীর সংখ্যা ৮ লাখের বেশি। আরেকটি হিসেবে, পাকিস্তান সরকার নিবন্ধিত আফগানের সংখ্যা প্রায় ১৩ লাখ, যাদের বৈধতা প্রমাণের জন্য আলাদা রেসিডেন্স কার্ড আছে।

বৈশ্বিক সংস্থাটি আর বলছে, পাকিস্তানে বিতাড়ন কর্মসূচি শুরুর পর এখন পর্যন্ত ৮ লাখের বেশি আফগান নিজ দেশে ফেরত গেছে। গেলো ৪০ বছরে প্রায় ২৮ লাখ আফগান নাগরিক পাকিস্তানে আশ্রয় নিয়েছে।

 

এনএস/  

এ সম্পর্কিত আরও পড়ুন