ঈদে আসছে ইয়াশ-তটিনীর বউয়ের বিয়ে

বউয়ের আবার বিয়ে!শুনতে অবাক লাগলেও ঠিক এমনই এক মজার গল্প নিয়ে আসছে এবারের ঈদের বিশেষ নাটক ‘বউয়ের বিয়ে’। ছোট পর্দার জনপ্রিয় জুটি ইয়াশ রোহান ও তটিনী ।এবার দর্শকদের জন্য নিয়ে আসছেন হাসি, প্রেম আর পারিবারিক দ্বন্দ্বে ভরা এক জমজমাট গল্প।
রুবেল হাসান পরিচালিত এই নাটকটির গল্প লিখেছেন কামরুন্নাহার দিপা, আর চিত্রনাট্যে ছিলেন মেজবাহ উদ্দীন সুমন। নাটকটি প্রযোজনা করেছে সিএমভি, যার ব্যানারে এবারের ঈদে আসছে একের পর এক বিশেষ নাটক।যার মধ্যে থাকবে ‘বউয়ের বিয়ে’-ও।
গল্পে দেখা যাবে, পাশাপাশি থাকা হেনা ও নাজিম নামে দুই তরুণ-তরুণীর প্রেম, গোপন বিয়ে এবং তারপর শুরু হওয়া এক মজার পারিবারিক জটিলতা। রোমান্স, কমেডি ও পারিবারিক বন্ধনের মিশেলে নাটকটি হতে যাচ্ছে একদম পারফেক্ট রোমান্টিক কমেডি ফ্যামিলি ড্রামা।
নাটকটি প্রসঙ্গে নির্মাতা রুবেল হাসান বলেন, ঈদের জন্য আমরা একটি ব্যতিক্রমী, মজার প্লট বেছে নিয়েছি। দর্শক পুরো সময় ধরে নাটকটি উপভোগ করবেন, এটা নিশ্চিত করে বলতে পারি।
এই ঈদে হাসি-আনন্দে ভরপুর একটি পারিবারিক গল্প দেখতে চাইলে ইয়াশ রোহান ও তটিনীর ‘বউয়ের বিয়ে’ মিস করা যাবে না,।
এসকে//