আন্তর্জাতিক

ব্যালিস্টিক মিসাইল ছুঁড়লো উত্তর কোরিয়া

সাগরে বেশকিছু ব্যালিস্টিক মিসাইল ছুঁড়েছে উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্র বড় ধরনের বার্ষিক সামরিক মহড়া শুরু করার কয়েক ঘণ্টা পরেই এসব মিসাইল নিক্ষেপ করলো পিয়ংইয়ং। সোমবার(১০ মার্চ) দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী বিষয়টি নিশ্চিত করেছে

দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী আরও বলছে, উত্তর কোরিয়ার মিসাইল নিক্ষেপের পরিপ্রেক্ষিতে তারা তাদের নজরদারি বৃদ্ধি করেছে। এছাড়া বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করছে তারা।

সোমবার দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র সেনাবাহিনী যৌথভাবে বার্ষিক ফ্রিডম শিল্ড মহড়া শুরু করেছে। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় বসার পর এটিই দুই দেশের প্রথম যৌথ মহড়া। এই মহড়াকে হুমকি হিসেবে দেখছে উত্তর কোরিয়া।

 

এনএস/  

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন