বিনোদন

দেড় যুগ পর বিচ্ছেদের ‘ক্ষত’ ভুললেন শাহিদ-কারিনা!

কারিনা কাপুর খান ও শাহিদ কাপুর ছবি: সংগৃহীত

সম্পর্কে জড়াতে আর ভাঙতে সময় লাগে না বলিউড তারকাদের বিচ্ছেদের ক্ষেত্রে হৃতিক রোশন, আমির খান, আরবাজ খানসহ  তারকাদের তালিকা বেশ দীর্ঘ বিচ্ছেদের পর বেশিরভাগ অভিনেতাই প্রাক্তনের মুখ দেখাদেখি বন্ধ করে দেন

তবে হাতে গোনা কয়জন তারকার ক্ষেত্রে অবশ্য বিপরীত দৃশ্যও দেখা যায় বর্তামান প্রাক্তনকে নিয়ে একসঙ্গে পরিবারের সঙ্গে সময় কাটানোর নজিরও বলিউডে রয়েছে  আবার দীর্ঘ ১৮ বছর পর প্রাক্তন প্রেমিকার বুকে ঝাঁপিয়ে পড়ার দৃশ্যও চোখে পড়ে সম্প্রতি এমনই ঘটনা ঘটেছে বলিউড তারকা শাহিদ কাপুর কারিনা কাপুর খানের ক্ষেত্রে

একসময় বলিউডে কান পাতলে শোনা যেতো শাহিদ-করিনার প্রেমের খবর তাদের `হাইভোল্টেজপ্রেমের কাহিনী আজও বলিউডের বাতাসে ঘুরপাক খায় ২০০৭ সাল শুরুর মাসখানেক আগেই জুটির ঘনিষ্ঠ মুহূর্ত দাবানল গতিতে ভাইরাল হয়ে পড়েছিল শাহিদ-করিনার একে-অপরের ঠোঁটে ঠোঁট ডোবানোর মুহূর্ত দেখে অনেকেই চোখ ঢেকেছিল

তবে ২০০৭ সালে শাহিদ-করিনার প্রেম ভাঙার খবরে তোলপাড় হয়ে যায় বলিউডওই বছর মুক্তি পাওয়া চিত্র পরিচালক ইমতিয়াজ আলির হিন্দি চলচ্চিত্রজব উই মেট ছবির শুটিং চলাকালীন সময়েই নাকি তাদের ব্রেক আপ হয়ে যায় 

 

ব্রেকআপের পর কথা বলাতো দূরের কথা, মুখ দেখাদেখি পর্যন্ত বন্ধ ছিল শাহিদ -করিনার এর পর কেটে গিয়েছে আঠেরোটি বসন্ত

এসময় যে যাঁর সংসারে নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছেন

বিচ্ছেদের পথে হাঁটলেও প্রাক্তনের সঙ্গে বন্ধুত্ব বজায় রাখার তালিকায় আমির-কিরণ, হৃতিক-সুজানের পাশাপাশি আরও অনেকেই রয়েছেন তবে শাহিদ কাপুর এবং করিনা কাপুর কিন্তু এযাবৎকাল সেই পথে হাঁটেননি বিচ্ছেদের পর একে-অপরকে এড়িয়েই চলতেন এতদিন শাহিদ-করিনা

তবে প্রথম প্রেম বলে কথা ভালবাসার মাস ভরা ফাল্গুনেই  তিক্ততা মিটিয়েজব উই মেটমুহূর্ত উপহার দিলেন গীতখ্যাত কারিনা আরআদিত্যশাহিদ কাপুর  দেড় যুগের সেই পুরনোক্ষত’, মান-অভিমানের বরফ গলিয়ে প্রকাশ্যেই প্রাক্তন  শাহিদকে বুকে টেনে নিলেন কারিনা কাপুর

উপস্থিত অতিথি, তারকা এবং সাংবাদিকদের সামনের এই বিরল মুহূর্ত ক্যামেরাবন্দি করার সুযোগ হাতছাড়া করেননি পাপারাজ্জিরাও

সম্প্রতি জয়পুরে আইফা পুরস্কারের লাল গালিচায় ঘটলো এমন বিরল ঘটনা এদিন বলিউডের এক সময়কার হাইভোল্টেজ পাওয়ারফুল রোমান্টিক জুটি শাহিদ-করিনাকে একসঙ্গে দেখা গেল খোশ মেজাজে।

একসময় যে প্রেম বলিউডে হইচই ফেলে দিয়েছিল, যে চুম্বন ছড়িয়ে পড়েছিল দাবানলের মতো, তা আজ শুধুই নস্ট্যালজিয়া! শুধুই পড়ে ছিল পুরনো ক্ষত, পুরনো ব্যথা

আসলে মঞ্চে বিশেষ অতিথিদের সম্মান জানাতেই উঠেছিলেন শাহিদ-করিনা তার ফাঁকেই প্রাক্তনের সঙ্গে হাসিমুখে কথা বলে জড়িয়ে ধরলেন পতৌদিদের বউমা  

সেই মুহূর্ত নেটপাড়ায় দেদার গতিতে ভাইরাল এদিকে সুপার ডুপার হিট জব উই মেট সিনেমারগীত-আদিত্যকে ফের রোমান্টিক মুহুর্তে  দেখে খুশি তাদের অনুরাগীরাও

এমআর//

এ সম্পর্কিত আরও পড়ুন