আন্তর্জাতিক

রমজানে ভারতের কাশ্মীরে ফ্যাশন শো, বিধানসভায় তুমুল হট্টগোল

পবিত্র রমজানে ভারত নিয়ন্ত্রিক কাশ্মীরে ফ্যাশন শো অনুষ্ঠিত হওয়ায় ক্ষোভে ফুঁসছে রাজ্যটির বিভিণ্ন রাজনৈতিক দল ও ধর্মীয় নেতারা। গুলমার্গের স্কি রিসোর্টে হওয়া এই ফ্যাশন শোকে তারা অশ্লীল অ্যাখ্যা দিয়ে এর তীব্র প্রতিবাদ জানিয়েছেন।

সোমবার (১০ মার্চ)ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়, রাজ্যের বিধানসভায় এনিয়ে তুমুল হট্টগোল শুরু হয়। বিধানসভার সদস্যরা রমজানে  এ ধরণের অনুষ্ঠানের আয়োজকদের গ্রেপ্তার ও তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ বলেন,  ‘এই ক্ষোভ সম্পূর্ণরূপে বোধগম্য। আমি যে ছবিগুলি দেখেছি তাতে স্থানীয় সংবেদনশীলতার প্রতি সম্পূর্ণ অবজ্ঞার প্রমাণ পাওয়া গেছে এবং তাও এই পবিত্র মাসে। আমার অফিস স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছে এবং আমি আগামী ২৪ ঘণ্টার মধ্যে একটি প্রতিবেদন জমা দেওয়ার জন্য বলেছি। এই প্রতিবেদনের ভিত্তিতে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’

ফ্যাশন শোর প্রকাশিত ছবিগুলিতে স্থানীয় সংবেদনশীলতার প্রতি সম্পূর্ণভাবে অবজ্ঞা করা হয়েছে বলে অভিযোগ মুখ্যমন্ত্রীর। যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান তিনি।

ওমর আবদুল্লাহ বলেন, ‘এই ক্ষোভ সম্পূর্ণরূপে বোধগম্য। আমি যে ছবিগুলি দেখেছি তাতে স্থানীয় সংবেদনশীলতার প্রতি সম্পূর্ণ অবজ্ঞার প্রমাণ পাওয়া গেছে এবং তাও এই পবিত্র মাসে। আমার অফিস স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছে এবং আমি আগামী ২৪ ঘণ্টার মধ্যে একটি প্রতিবেদন জমা দেওয়ার জন্য বলেছি। এই প্রতিবেদনের ভিত্তিতে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’

কাশ্মীরের রাজনৈতিক নেতা মিরওয়াইজ ওমর ফারুকও এ ব্যাপারে ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি লিখেছেন, ‘এটা অত্যন্ত জঘন্য কাজ! পবিত্র রমজান মাসে গুলমার্গে একটি অশ্লীল ফ্যাশন শো আয়োজন করা হচ্ছে, যার ছবি এবং ভিডিও মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে। সুফি, সাধু সংস্কৃতি এবং জনগণের গভীর ধর্মীয় দৃষ্টিভঙ্গির জন্য পরিচিত উপত্যকায় এটি কীভাবে সহ্য করা যেতে পারে?’

তিনি অনুষ্ঠানের আয়োজকদের কাছে জবাবদিহির দাবি জানান। যারা জড়িত তাদের অবিলম্বে জবাবদিহি করা উচিত। পর্যটন প্রচারের নামে কাশ্মীরে এই ধরনের অশ্লীলতা সহ্য করা হবে না! বলেও হুঁশিয়ারি দেন তিনি।

এমআর//

এ সম্পর্কিত আরও পড়ুন