অপরাধ

উপাধ্যক্ষকে কুপিয়ে হত্যার ঘটনায় দম্পতি গ্রেপ্তার

ফাইল ছবি

শান্তিনগরের হাবীবুল্লাহ বাহার কলেজের উপাধ্যক্ষ (ভারপ্রাপ্ত) সাইফুর রহমান ভুঁইয়াকে (৫০) হত্যার ঘটনায় এক দম্পত্তিকে ফরিদপুর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন নাজের ও রুপা।

মঙ্গলবার (১১ মার্চ) ফরিদপুর থেকে তাদের গ্রেপ্তার করে উত্তরখান থানা পুলিশ।  ডিএমপির উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মুহিদুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

পুলিশ বলছে, হত্যাকাণ্ডের পর থেকে পুলিশ তদন্ত শুরু করেছে। ওই ফ্ল্যাটে ২০-২২ বছর বয়সী একজন তরুণ ও একজন তরুণীকে ঘিরে সন্দেহ তৈরি হয়েছে। ইতোমধ্যে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

ডিসি মো. মুহিদুল ইসলাম বলেন, এ দম্পতির গত সাত মাস আগে বিয়ে হয়েছে। তাদের ফোনের মাধ্যমে পরিচয়, এরপর তারা একে অপরকে বিয়ে করেন। পুলিশ এই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের কাছাকাছি চলে এসেছেতাদেরকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য বের করা যাবে

গতকাল রাজধানীর উত্তরখানের পুরান পাড়া এলাকায় ভাড়া বাসায় এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয় শান্তিনগরের হাবীবুল্লাহ বাহার কলেজের উপাধ্যক্ষ (ভারপ্রাপ্ত) সাইফুর রহমান ভুঁইয়াকে (৫০)। এ ঘটনায় নিহতের ভাই মুজাহিদুর রহমান ভূঁইয়া একটি হত্যা মামলা দায়ের করেছেন।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন