আন্তর্জাতিক

পাকিস্তানে ট্রেন হাইজ্যাক

বেলুচিস্তানে ট্রেন চলাচল বন্ধ ঘোষণা

ফাইল ছবি

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে জাফর এক্সপ্রেস ট্রেনে বোমা ফাটিয়ে ও গুলি করে যাত্রীদের জিম্মি করার ঘটনার পর প্রদেশটি অভিমুখে সব ধরনের ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে। বুধবার (১২ মার্চ) সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রদেশটির রেল কর্তৃপক্ষ বলছে, নিরাপত্তার কথা মাথায় রেখে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত কোয়েটা থেকে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ থাকবে।

গতকাল মঙ্গলবার দুপুর ১টার দিকে কোয়েটা থেকে পেশওয়ার অভিমুখী জাফর এক্সপ্রেস ট্রেন জিম্মি করে দ্য বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ)। ট্রেনটিতে প্রায় ৫০০ যাত্রী ছিলো।  

বুধবার পাকিস্তানের নিরাপত্তাবাহিনী বলছে, এখন পর্যন্ত ১৫৫ জন যাত্রীকে উদ্ধার করা হয়েছে। আর ২৭ সন্ত্রাসীকে নির্মূল করা হয়েছে। সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চলছে।

অন্যদিকে, দ্য বেলুচিস্তান লিবারেশন আর্মি  ২০ সেনাকে হত্যার দাবি করেছে।   

 

এনএস/

 

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন