ফেব্রুয়ারি মাসের সেরা খেলোয়াড় শুবমান গিল

আইসিসির ফেব্রুয়ারি মাসের ‘প্লেয়ার অব দ্য মান্থ’ বা মাসের সেরা খেলোয়াড়ের খেতাব জিতে নিয়েছেন ভারতীয় ব্যাটার শুবমান গিল। মনোনীত ক্রিকেটারদের মধ্যে আরও ছিলেন স্টিভ স্মিথ ও গ্লেন ফিলিপস।
ফেব্রুয়ারি মাসে ৫ টি ওয়ানডে খেলেছেন গিল। যেখানে সংগ্রহ করেছেন ৪০৬ রান, ৯৪.১৯ স্ট্রাইক রেট ও ১০১.৫০ গড়ে।
ইংল্যান্ডের বিপক্ষে ৩-০ ব্যবধানে সিরিজ জয়ে টানা তিন ইনিংসেই পঞ্চাশোর্ধ ইনিংস খেলেছেন গিল। নাগপুরে ৮৭, কটকে ৬০ রান করেন তিনি। এরপর আহমেদাবাদে পেয়েছেন সেঞ্চুরির দেখা। ১০২ বলে খেলেন ১১২ রানের ইনিংস। সিরিজসেরার পুরষ্কারটা স্বাভাবিকভাবেই উঠেছে তার নামে।
আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে শিরোপা জিতেছে ভারত। এই টুর্নামেন্টেও গিল নিজের উজ্জ্বল ব্যাটিং দেখিয়েছেন। বাংলাদেশের বিপক্ষে উদ্বোধনী ম্যাচে করেন ১০১ রান, ছিলেন অপরাজিত। পাকিস্তানের বিপক্ষে ৪৬ রানের ইনিংস খেলেন।
এর আগে ২০২৩ সালের জানুয়ারি ও সেপ্টেম্বরেও আইসিসির প্লেয়ার অব দ্য মান্থ হয়েছিলেন গিল।
নারী ক্রিকেটারদের মধ্যে ফেব্রুয়ারি মাসের সেরা হয়েছেন অস্ট্রেলিয়ার অ্যালানা কিং। নারীদের অ্যাশেজে দারুণ পারফরম্যান্সের পুরষ্কার পেলেন তিনি। কিং ছাড়াও মনোনয়ন পেয়েছিলেন তার সতীর্থ অ্যানাবেল সাদারল্যান্ড ও থাইল্যান্ডের থিপাচা পুথাওং।
এমএইচ//