সিনেমায় খোলাখুলি শয্যাদৃশ্য নিয়ে মুখ খুললেন কারিনা
কারিনা কাপূর, বলিউডে ২৫ বছরের দীর্ঘ ক্যারিয়ারে নিজেকে একাধিক চরিত্রে প্রমাণ করেছেন। তবে সম্প্রতি তার ব্যক্তিগত জীবন নিয়ে বেশ কিছু আলোচনার সৃষ্টি হয়েছে। সাইফ আলি খান ছুরিকাঘাত হওয়ার পর তার পরিবারে সোরগোল পড়ে। এর কিছুদিন পরই প্রাক্তন প্রেমিক শাহিদ কাপূরের সাথে কারিনার একটি স্নেহপূর্ণ আলিঙ্গনের দৃশ্য প্রকাশ পায়,যেটি নেটপাড়ায় দ্রুত ভাইরাল হয়ে যায়।
এবার পর্দায় যৌনতা নিয়ে নিজের মতামত প্রকাশ করেছেন কারিনা। তিনি বলেন,অনেক সিনেমায় বিভিন্ন চরিত্রে অভিনয় করেছি।কিন্তু যৌনতার দৃশ্যের বিষয়ে আমার স্পষ্ট মতামত আছে। আমি মনে করি,গল্পের জন্য যৌনতার উপস্থিতি প্রয়োজনীয় নয়। এটি এমন কিছু নয় যা গল্পের মূল উদ্দেশ্য পরিবর্তন করতে পারে বা দেখানো অপরিহার্য।আমি ব্যক্তিগতভাবে পর্দায় এমন দৃশ্য করতে স্বাচ্ছন্দ্য বোধ করি না এবং এর আগে কখনো করিনি।
কারিনা আরও জানান,ভারতীয় সমাজ এখনও এতটা উন্মুক্ত হয়নি যে, পর্দায় নায়ক-নায়িকার ঘনিষ্ঠতা সহজভাবে গ্রহণ করা যায়। তবে পাশ্চাত্যে এই বিষয়টি অনেক বেশি খোলামেলা, যেখানে একজন নারীর কামনা বা ইচ্ছা প্রকাশে কোনো বাধা নেই। আমাদের দেশে এখনও এই ধরনের গল্প বলার উপায় পুরোপুরি উন্নত হয়নি।
এভাবেই কারিনা কাপূর সোজা ও স্পষ্টভাবে তার ব্যক্তিগত মতামত প্রকাশ করেছেন, যেখানে তিনি ভারতীয় সমাজের সংস্কৃতি এবং পর্দায় যৌনতার ব্যাপারে নিজের অবস্থান পরিষ্কার করেছেন।
এসকে//