আন্তর্জাতিক

ভারতে আবারও বিদেশি নারী পর্যটক গণধর্ষণের শিকার

ভারতের রাজধানী দিল্লির একটি হোটেলে এক ব্রিটিশ নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) দেশটির পুলিশ জানিয়েছে, দিল্লির মহিপালপুর এলাকার একটি হোটেলে ওই নারীকে দুই ব্যক্তি যৌন নির্যাতন করেন বলে অভিযোগ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ মার্চ) ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস’র প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়েছে, কর্তৃপক্ষ জানিয়েছে যে অভিযুক্তদের একজন ইনস্টাগ্রামের মাধ্যমে নির্যাতিতার সঙ্গে বন্ধুত্ব করেছিলেন। ওই ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করতেই তিনি ভারত সফরে এসেছিলেন বলে জানা গেছে।

পুলিশ ইতোমধ্যে কৈলাস ও তার বন্ধু ওয়াসিম নামের দুইজনকে এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করেছে। অভিযুক্তদের  বিরুদ্ধে যুক্তরাজ্যের পর্যটককে শ্লীলতাহানির অভিযোগ আনা হয়েছে।

পুলিশ জানিয়েছে, ওই নারী মহারাষ্ট্র ও গোয়ায় ছুটি কাটাতে ভারতে এসেছিলেন। বন্ধু কৈলাসকে তার সঙ্গে ঘুরতে যেতে বললে কৈলাস ভ্রমণ করতে পারবেন না জানিয়ে তাকে দিল্লিতে আসতে বলেন। সে অনুযায়ী মঙ্গলবার দিল্লি পৌঁছে মহিপালপুরের একটি হোটেলে ওঠেন ওই নারী। পরে কৈলাসকে ফোন করলে সে তার বন্ধু ওয়াসিমকে সাথে নিয়ে হোটেলে পৌঁছান এবং ওই রাতেই ভুক্তভোগীকে ধর্ষণ করে বলে অভিযোগ।

পরদিন সকালে ওই নারী বসন্ত কুঞ্জ থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন। পুলিশ ঘটনাটি ইতোমধ্যে ব্রিটিশ হাইকমিশনকে জানিয়েছে এবং তারা যুক্তরাজ্যের নাগরিককেও সহায়তা করছে। জানা গেছে, কৈলাস একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন।

এর আগে, গেলো সপ্তাহে ভারতের কর্ণাটক রাজ্যের হাম্পি শহরের কাছে সানাপুর লেক এলাকায় এক ইসরায়েলি নারীসহ দুই বিদেশি পর্যটককে ধর্ষণ ও একজনকে হত্যার ঘটনা ঘটে। এ ঘটনার পর গত কয়েকদিনে বহু বিদেশি পর্যটক ইউনেস্কোর ঐতিহ্যবাহী স্থানটি ছেড়ে চলে গেছেন বলে সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে।

এর মধ্যেই নতুন করে এক ব্রিটিশ নারীকে ধর্ষণের অভিযোগ সামনে আসায় ভারতে বিদেশি পর্যটকদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন