মেয়েকে ধর্ষণের অভিযোগে সৎ বাবা গ্রেপ্তার

ঢাকার সাভারের আশুলিয়ায় মেয়েকে ধর্ষণের ঘটনায় শাবলু মাতব্বর (৪০) নামের এক সৎ বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার শাবলু ফরিদপুর জেলার ভাঙ্গা থানার নাসিরাবাদ দরগারপাড় এলাকার মৃত রফিক মাতব্বরের ছেলে।
বুধবার (১২ মার্চ) রাতে আশুলিয়ার নরসিংহপুর এলাকার ‘কেছু মুন্সির’ বাড়ি থেকে শাবলুকে গ্রেপ্তার করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি,তদন্ত) কামাল হোসেন।
অভিযোগ সূত্রে জানা যায়, আশুলিয়ার নরসিংহপুর এলাকার একটি বাড়িতে শাবলু মাতাব্বর, তার স্ত্রী ও স্ত্রীর প্রথম পক্ষের ১৪ বছর ও ৮ বছরের দুই মেয়েসহ বসবাস করেন। ভুক্তভোগীর মা সকাল ৭টা থেকে বিকাল ৫টা পর্যন্ত পোশাক কারখানায় কাজ করতেন। শাবলু কোনও ধরনের কাজ না করায় বাসায় থাকতো। এই সুযোগে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে ১৪ বছরের সৎ মেয়েকে এক বছর ধরে ধর্ষণ করে আসছে।
এ ঘটনায় বুধবার রাতে ভুক্তভোগী অসুস্থ হয়ে পড়ে। পরে স্থানীয়রা তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে ধর্ষণের কথা স্বীকার করে। এ ঘটনায় শাবলুকে থানায় সোপর্দ করে স্থানীয়রা।
আই/এ