একইভাবে কষ্ট দিয়ে বিচার করা হোক ধর্ষকের, দাবি আছিয়ার মায়ের

লাইফ সাপোর্টে থাকা মাগুরার শিশুটি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) শিশু বিভাগের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (পিআইসিইউ) মারা গেছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করে শিশুটি। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
শিশুটির মৃত্যুর পর সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছে তার মা। শিশুটির মা বলেন, আমার সন্তানকে ফাঁস দেয়া হয়েছিল সেভাবে ধর্ষকের ফাঁসি চাই। আমি ওদের মৃত্যু চাই। ব্লেড দিয়ে যেভাবে আমার মেয়েকে কষ্ট দেয়া হয়েছে সেভাবেই বিচার করা হোক ধর্ষকের। আমার নাবালক মেয়েকে অনেক কষ্ট দিয়ে মারা হয়েছে আমি, আমি বিচার চাই।
দাফন সংক্রান্ত বিষয়ে শিশুর মা জানিয়েছে, মাগুরায় গ্রামের বাড়িতে দাফন হবে। ঘটনার দিন প্রসঙ্গে জানতে চাইলে শিশুটির মা জানায়, ঘটনার দিন আছিয়া ওর বোনের বাড়িতে বেড়াতে যায়। ওর সামনে বড় বোনকে মারধর করা হলে আছিয়া বলে আমি বাড়ি গিয়ে মাকে বলে দেবে। আর এরপর আমার বড় মেয়েকে প্রচুর মারধর করে আলাদা ঘরে রেখে আছিয়ার ওপর নির্যাতন চলে। পরদিন সকাল ১১টার সময় আমাকে ফোন দিয়ে বলা হয় আপনার মেয়ে অসুস্থ হাসপাতালে। আমি গিয়ে দেখি মাগুরা সদর হাসপাতালে আমার ছোট মেয়েকে ভর্তি করা হয়েছে।
উল্লেখ্য, গেলো বৃহস্পতিবার (০৬ মার্চ) মাগুরা শহরে বোনের বাড়ি বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় ওই শিশুটি। পরের দিন তাকে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে ওইদিন দুপুরেই উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে রাতেই পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।
শুক্রবার (০৭ মার্চ) রাতে শিশুটিকে লাইফ সাপোর্টে নেয়া হয়। গত শনিবার (০৮ মার্চ) সন্ধ্যায় সংকটাপন্ন শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিট (পিআইসিইউ) থেকে সম্মিলিত সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয়। পরদিন রোববার (০৯ মার্চ ) শিশুটিকে সিএমএইচের পেডিয়াট্রিক আইসিইউতে নেয়া হয়।
এসি//