আছিয়ার জানাজায় মানুষের ঢল
মাগুরায় ধর্ষণের শিকার শিশু আছিয়ার জানাজা সম্পন্ন হয়েছে। জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজারো মানুষ অংশ নেয় এ জানাজায়।
বৃহস্পতিবার (১৩ মার্চ) সন্ধ্যা ৭ টায় জেলার নোমানী মাঠে এ জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, সংগঠনের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহসহ কেন্দ্রীয় কমিটির কয়েকজন নেতা অংশ নেন। এছাড়া বাংলাদেশ সেনাবাহিনী ও প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারাও জানাজায় অংশ নেন।
আজ বাদ এশা আছিয়ার বাড়ি শ্রীপুর উপজেলার জারিয়া গ্রামের পার্শ্ববর্তী গ্রাম সোনাইকুন্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। এরপর সোনাকুন্ডী সম্মিলিত ঈদগা ও গোরস্থান ময়দানে তাকে দাফন করা হবে।
এর আগে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শিশু আছিয়ার মরদেহ নিয়ে সেনাবাহিনীর একটি হেলিকপ্টার মাগুরা স্টেডিয়ামে অবতরণ করে। মাগুরায় মরদেহ পৌঁছানোর পর অ্যাম্বুলেন্সে আছিয়ার মরদেহ শহরের নোমানী ময়দানে নিয়ে যাওয়া হয়।
এদিকে শিশু আছিয়ার মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুপুরে তার মৃত্যুর খবর জারিয়া গ্রামে পৌঁছালে কান্নায় ভেঙে পড়েন আত্মীয়-স্বজন, প্রতিবেশীসহ এলাকাবাসী।
মাগুরার বিভিন্ন স্থান থেকে শত শত মানুষ ছুটে আসে আছিয়াদের বাড়িতে। পুরো এলাকায় চলছে শোকের মাতম। শিশু, কিশোর-কিশোর, নারী-পুরুষসহ নানা বয়সী মানুষের একটাই দাবি- তারা ধর্ষকের ফাঁসি চান।
আই/এ