আন্তর্জাতিক

যে শর্তে ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতিতে রাজি পুতিন

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের দেওয়া যুদ্ধবিরতি প্রস্তাবে রাজি হয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে যুদ্ধবিরতির জন্য জুড়ে দিয়েছেন শর্ত। পুতিন বলেছেন যুদ্ধবিরতির জন্য যুদ্ধের মূল কারণগুলোর সমাধান করতে হবে আগে। খবর রয়টার্সের।

 ২০২১ সালে শুরু হওয়া এই সংঘাত বন্ধে মস্কোর প্রতি ‘শর্তহীন’ যুদ্ধবিরতির দাবি জানিয়ে আসছিলো ওয়াশিংটন। এরই ধারাবাহিকতায় ৩০ দিনের যুদ্ধবিরতির জন্য যুক্তরাষ্ট্রের মধ্যস্থতাকারীরা রাশিয়ায় অবস্থান করছেন এবং তাদের পরিকল্পনা উপস্থাপন করেছেন।

এর আগে ইউক্রেনের সাথে যুদ্ধবিরতি ও যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক পুনঃস্থাপনের জন্য কিছু দাবির তালিকা পেশ করেছে রাশিয়া।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, স্পষ্ট করে বলা না  হলেও রাশিয়ার দেওয়া শর্ত তালিকায় কিয়েভ ন্যাটোর সদস্যপদ না পাওয়ার নিশ্চয়তা, ইউক্রেনে বিদেশি সেনা মোতায়েন নিষিদ্ধ করা এবং রাশিয়ার দখলকৃত ক্রিমিয়া ও চারটি অঞ্চলকে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দেওয়া থাকতে পারে। 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন