বিশ্বকাপ বাছাইয়ে জ্যোতিদের ম্যাচসূচি প্রকাশ

নারী ক্রিকেট বিশ্বকাপ শুরু হচ্ছে আগামী অক্টোবর মাস থেকে। বাংলাদেশ দলকে বাছাইপর্বের ধাপ উৎরাতে হবে। মূলত ওয়ানডে সুপার লিগে সেরা সাতে না থাকার কারণেই বাছাইপর্ব খেলতে হচ্ছে নিগার সুলতানা জ্যোতিদের।
শুক্রবার (১৪ মার্চ) নারী ক্রিকেট বিশ্বকাপের বাছাইপর্বের সূচি ঘোষণা করা হয়েছে। পাকিস্তানের লাহোরে আগামী ৯ থেকে ১৯ এপ্রিল শুরু হচ্ছে ১৫ ম্যাচের এই পর্ব। যেখানে খেলবে ৬ টি দল।
ইংল্যান্ড, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা সরাসরি বিশ্বকাপে অংশ নেবে। বাংলাদেশ, আয়ারল্যান্ড, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, থাইল্যান্ড ও স্কটল্যান্ডকে খেলতে বাছাইপর্ব।
বাংলাদেশ দল ১০ এপ্রিল বিশ্বকাপ বাছাইয়ে প্রথম ম্যাচ খেলবে থাইল্যান্ডের বিপক্ষে। এরপর ১৩ এপ্রিল আয়ারল্যান্ড, ১৫ এপ্রিল স্কটল্যান্ড, ১৭ এপ্রিল ওয়েস্ট ইন্ডিজ ও ১৯ এপ্রিল পাকিস্তানের বিপক্ষে লড়বে জ্যোতির দল।
এমএইচ//