দেশজুড়ে

আগেও একাধিক নারীর শ্লীলতাহানি করে সেই হিটু শেখ

মাগুরায় শিশুকে ধর্ষণের পর মৃত্যুর ঘটনায় প্রধান অভিযুক্ত হিটু শেখ এর আগেও নারীদের শ্লীলতাহানি করেছেন বলে জানিয়েছেন স্থানীয়রা। সালিশি বৈঠকে তাকে শাস্তিও দেয়া হয়েছে। পেশায় রাজমিস্ত্রি ও স্বভাবে শান্ত প্রকৃতির হিটু শেখ মেশেন না তেমন কারো সাথে।

শুক্রবার (১৪ মার্চ) স্থানীয় বাসিন্দারা হিটু শেখের বিরুদ্ধে গণমাধ্যমের কাছে এসব অভিযোগ জানান।

নাম প্রকাশ না করার শর্তে একাধিক বাসিন্দা জানান, গত বছর রমজান মাসে গোসল করার সময় হিটু শেখ প্রতিবেশী এক গৃহবধূকে জড়িয়ে ধরেন। ওই সময় ভুক্তভোগী গৃহবধূ চিৎকার দিলে হিটু শেখ দৌড়ে পালিয়ে যায়। ওই ঘটনায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে সালিশ করেন নিজনান্দুয়ালী এলাকার পৌরসভার ৭ নং ওয়ার্ড কমিশনার। শালিসের রায়ে তাকে তাৎক্ষণিকভাবে জুতাপেটাকরা হয়।

স্থানীয়রা আরও জানান, নিজের ছেলে সজিবের স্ত্রীকেও কিছুদিন আগে  একা পেয়ে জড়িয়ে ধরেন হিটু শেখ। এ নিয়ে মনমালিন্য হলে হিটু শেখের স্ত্রী তাকে বাড়ি থেকে বের করে দেন।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আয়ুব আলী বলেন, হিটু শেখ আগে থেকেই চরিত্রহীন এটি তিনি শুনেছেনরিমান্ডে এ ব্যাপারে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।‌‌

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন