যুদ্ধবিরতির মধ্যেই গাজায় ইসরাইলি হামলা, নিহত ৫

চলমান যুদ্ধবিরতির মধ্যেই আবারও অবরুদ্ধ গাজা ভূখণ্ডে হামলা শুরু করেছে দখলদার ইসরাইলি বাহিনী। শনিবার (১৫ মার্চ) ইসরাইলি ড্রোন হামলায় ৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া ইসরাইলি নৌবাহিনীর গুলিতে আরও একজন মৎসজীবী নিহত হয়েছেন।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে অন্তত ৪৮ হাজার ৫২৪ ফিলিস্তিনি দখলদার ইসরাইলি বাহিনীর হামলায় নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছে অন্তত ১লাখ ১১ হাজার ৯৫৫ জন।
গাজার সরকারি সংবাদমাধ্যম বলছে, ৬১ হাজার ৭০০ এর বেশি মানুষ দখলদার ইসরাইলি বাহিনীর হামলায় নিহত হয়েছেন। এছাড়া সহস্রাধিক মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে নিখোঁজ রয়েছে।
এর আগে গেলো বৃহস্পতিবার (১৩ মার্চ) গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফার আবাসিক এলাকায় গোলা বর্ষণ করেছিল ইসরায়েলি বাহিনী। সেই হামলায় এক নারীসহ নিহত হয়েছিলেন ৩ জন।
উল্লেখ্য, গাজায় গেলো ১৯ জানুয়ারি থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। তিন-পর্যায়ের এই যুদ্ধবিরতি চুক্তির মধ্যে বন্দি বিনিময় এবং স্থায়ী শান্তি, স্থায়ী যুদ্ধবিরতি এবং গাজা থেকে ইসরাইলি বাহিনী প্রত্যাহারের লক্ষ্যমাত্রাও রয়েছে।
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে প্রস্তাব দেওয়া সত্ত্বেও দখলদার ইসরাইল দীর্ঘদিন ধরে অবরুদ্ধ এই ভূখণ্ডে তার নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছিল।
এমএ//