দুই ট্রেনের সংঘর্ষ, বগি লাইনচ্যুত

রাজশাহী রেলস্টেশনের ওয়াশপিটের সামনে ঢাকাগামী ধূমকেতু এক্সপ্রেস ও পঞ্চগড়গামী বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুই ট্রেনে যাত্রী না থাকায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। সংঘর্ষের ফলে দুই ট্রেনের একটি করে বগি লাইনচ্যুত হয়েছে।
শনিবার (১৫মার্চ) দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক মামুনুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ওয়াশপিটে পরিষ্কারের পর বের হচ্ছিল বাংলাবান্ধা এক্সপ্রেস। একই সময় ভুল সিগন্যালের কারণে পাশের লাইন দিয়ে ঢুকে যায় ধূমকেতু এক্সপ্রেস। এ সময় দুটি ট্রেনের সাইড কলিউশন হয়। পাশাপাশি এ সংঘর্ষের ফলে দুই ট্রেনের দুটি করে বগি লাইন থেকে নেমে যায়।
এ রেল কর্মকর্তা বলেন, ট্রেন দুটির উদ্ধার কাজ চলছে। লাইনচ্যুত বগি উদ্ধারে কিছুটা সময় লাগবে। দুর্ঘটনার কারণে ট্রেনগুলোর নির্ধারিত সময়ের ছাড়তে দেরি হবে। যাত্রী পরিবহন পুনরায় শুরু করতে কতক্ষণ সময় লাগবে তা বলা সম্ভব নয়। তবে কেনো এধরনের দুর্ঘটনা বা ভুল সিগন্যাল দেয়া হলো সে ব্যাপারে খোঁজ নিয়ে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
রাজশাহী রেলওয়ে স্টেশনের মাস্টার শহিদুল আলম বলেন, দুর্ঘটনার পর ঈশ্বরদীতে খবর দেওয়া হয়েছে, সেখান থেকে উদ্ধারকারী ট্রেন আসছে।
আই/এ