আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে টর্নেডোর তাণ্ডবে ৩৪ জনের প্রাণহানি, বিদ্যুৎবিচ্ছিন্ন ১.৭ লাখ বাড়ি

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলে ভয়াবহ টর্নেডোর আঘাত হানায় একাধিক রাজ্য ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। টর্নেডোর তাণ্ডবে অন্তত ৩৪ জন নিহত হয়েছে। ১ লাখ ৭০ হাজারেরও বেশি বাড়িঘর বিদ্যুৎহীন হয়ে পড়েছে।  

রোববার ( ১৬ মার্চ) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি প্রাণহানি ও ক্ষয়ক্ষতির এই তথ্য নিশ্চিত করেছে।

প্রতিবেদনে বলা হয়, মিসৌরিতে প্রাণহানির সংখ্যা সবচেয়ে বেশি, যেখানে ১২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। কানসাসে ধূলিঝড়ের কারণে ৫৫টিরও বেশি যানবাহনের সংঘর্ষে অন্তত আটজন নিহত হয়েছেন।  টেক্সাসে ধূলিঝড়ের মধ্যে গাড়ি দুর্ঘটনায় তিনজন নিহত হওয়ার পাশাপাশি ওকলাহোমাতেও মৃত্যুর খবর পাওয়া গেছে। 

এছাড়া শনিবার (১৫ মার্চ) সন্ধ্যায় মিশিগান, মিসৌরি, ইলিনয়সহ পাঁচটি রাজ্যে ১ লাখ ৭০ হাজারেরও বেশি সম্পত্তি বিদ্যুৎবিহীন হয়ে পড়ে।

বিভিন্ন রাজ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে। মিসৌরি ও টেনেসি অঙ্গরাজ্যে বজ্রপাত এবং তীব্র বাতাসের পূর্বাভাস দেওয়া হয়েছে। তাই সেখানে নতুন করে টর্নেডো আঘাত হানতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে।

আরকানসাসে তিনজনের মৃত্যু ও ২৯ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে, যার ফলে গভর্নর সারাহ হাকাবি স্যান্ডার্স জরুরি অবস্থা ঘোষণা করেছেন। জর্জিয়ার গভর্নর ব্রায়ান কেম্পও তার অঙ্গরাজ্যে একইভাবে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। 

এমে//

 

এ সম্পর্কিত আরও পড়ুন