বিনোদন

আপাতত বিপদন্মুক্ত এ আর রহমান, শীঘ্রই বাড়ি ফিরছেন!

ছবি: সংগৃহীত

বিশ্ববিখ্যাত অস্কারজয়ী সঙ্গীত পরিচালক এ আর রহমান বুকে ব্যথা নিয়ে রোববার(১৬ মার্চ) চেন্নাইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এখন তিনি  বিপদমুক্ত।

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী স্ট্যালিন এক্স হ্যান্ডলে লিখেছেন, এ আর রহমানের অসুস্থ হওয়ার খবর পেয়ে আমি চিকিৎসকদের সাথে যোগাযোগ করি। তারা আমাকে জানিয়েছেন, সঙ্গীত পরিচালক এখন বিপদমুক্ত এবং শীঘ্রই সুস্থ হয়ে বাড়ি ফিরে আসবেন। 

গণমাধ্যম সূত্রে জানা যায়,এ আর রহমান শনিবার(১৫ মার্চ) রাতে লন্ডন থেকে চেন্নাই ফিরেছিলেন। দীর্ঘ পথযাত্রা ও রমজানের রোজার কারণে তার শরীর কিছুটা অসুস্থ হয়ে পড়েছিল। চিকিৎসকরা জানান, তিনি সম্ভবত শরীরে পানির অভাবের কারণে অসুস্থ হয়েছেন।

এ আর রহমানের ভক্তরা তার দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করছেন।

এসকে// 

 

এ সম্পর্কিত আরও পড়ুন