দুই দশক পর উইল স্মিথের নতুন অ্যালবাম, মুক্তি ২৮ মার্চ!
আমেরিকান অস্কারজয়ী অভিনেতা, প্রযোজক ও র্যাপার উইল স্মিথ অভিনয়ে যেমন খ্যাতি অর্জন করেছেন ঠিক তেমনি তার গানের প্রতিভাতেও সবার নজর কেড়েছেন। শুক্রবার(১৪ মার্চ)নিজের ইনস্টাগ্রামে একটি পোস্টে এই ঘোষণা দিয়ে স্মিথ জানান, এটা এখন অফিসিয়াল।
দীর্ঘ সময় পর,শুক্রবার(২৮ মার্চ) তিনি তার দ্বিতীয় পূর্ণদৈর্ঘ্য অ্যালবাম ‘বেজড অন আ ট্রু স্টোরি’ প্রকাশ করতে চলেছে।আর মাত্র রয়েছে দুই সপ্তাহ।
এই ১৪ ট্র্যাকের অ্যালবামটি তৈরি করতে উইল স্মিথের সঙ্গে কাজ করেছেন ডিজে জ্যাজি জেফ, টেয়ানা টেলর এবং জ্যাক রস। জানুয়ারিতে তার শেষ একক গান ‘বিউটিফুল স্কারস’ প্রকাশের সময় তিনি তার নতুন অ্যালবামের কথা জানান। অভিনয়ের পাশাপাশি উইল স্মিথ নিয়মিত গানের জগতে ফিরেন, যা তার প্রতিভার আরেকটি দিক।
উল্লেখ্য, উইল স্মিথের শেষ অ্যালবাম ‘লস্ট অ্যান্ড ফাউন্ড’ ২০০৫ সালে মুক্তি পেয়েছিল। এখন তার নতুন অ্যালবাম ‘বেজড অন আ ট্রু স্টোরি’ ভক্তদের জন্য একটি নতুন চমক নিয়ে আসছে।
এসকে//