জাতীয়

ড. ইউনূস ও শি জিনপিংয়ের বৈঠক ২৮ মার্চ: প্রেস সচিব

প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আগামী ২৮ মার্চ বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন।

রোববার (১৬ মার্চ) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

প্রেস সচিব বলেন, চীন সফরে দেশে বিনিয়োগ বাড়ানোর দিকে জোর দেবেন প্রধান উপদেষ্টা। সবার কাছে গ্যাস সরবরাহ করার জন্য কাজ করছে অন্তর্বর্তী সরকার। আশা করছি, দ্রুতই এ সমস্যাগুলো আর থাকবে না।

এ ছাড়া দেশটির উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক হবে বলেও জানিয়েছেন শফিকুল আলম। আসন্ন এই সফরের আগে বাংলাদেশে চীনা রাষ্ট্রদূত আজ প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন বলেও জানান প্রেস সচিব।

শফিকুল আলম জানান, জাতিসংঘের মহাসচিব দেশের সংস্কার কার্যক্রমে সহযোগিতার আশ্বাস দিয়েছেন। তবে তিনি স্পষ্ট করেছেন যে, এই সংস্কার আন্তর্জাতিক প্রক্রিয়ায় নয়, বরং সম্পূর্ণ নিজস্বভাবে সম্পন্ন হবে। আন্তর্জাতিক মহলও এ প্রক্রিয়ায় সমর্থন দেওয়ার কথা বলছে, তবে সেই সমর্থন গ্রহণ করা হবে কি না, তা এখনো নিশ্চিত নয়।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন