মেয়ের ‘অপকর্মের’ কারণে বাধ্যতামূলক ছুটিতে পুলিশ বাবা
কন্নড় অভিনেত্রী রানিয়া রাও সোনাপাচার মামলায় গ্রেপ্তার হওয়ার পর শনিবার জামিন পাননি। বর্তমানে তিনি বেঙ্গালুরুর রাজস্ব গোয়েন্দা দপ্তরের হেফাজতে আছেন। রানিয়ার গ্রেপ্তারের পর তার বাবা কর্নাটকের ডিজিপি রামচন্দ্র রাওকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে।
রানিয়া গ্রেপ্তার হওয়ার পর থেকেই তার বাবা রামচন্দ্র রাও নিজের মেয়ের থেকে দূরত্ব বাড়িয়ে ফেলেছিলেন। তিনি জানিয়েছিলেন, মেয়ের এমন কাজের সঙ্গে জড়িত তিনি একেবারেই জানতেন না। রানিয়া তার বিয়ের পর থেকে তাদের সঙ্গে থাকতেন না এবং মেয়ের গ্রেপ্তারের খবরও তিনি প্রথম সংবাদমাধ্যম থেকেই জানেন।
গেলো সোমবার(৩ মার্চ) বেঙ্গালুরুর বিমানবন্দর থেকে রানিয়া রাওকে গ্রেপ্তার করা হয়। তার বাড়ি থেকে ২ কোটি ৬৭ লক্ষ টাকা এবং ২ কোটি টাকার বেশি সোনা উদ্ধার করা হয়, যার কোনো রসিদ বা বৈধ উৎস ছিল না। পরে জানা যায়, রানিয়া দুবাই থেকে সোনা কিনে ভারতে ফিরেছিলেন এবং তা নিয়ে জেনেভা যাওয়ার পরিকল্পনা করেছিলেন, কিন্তু তিনি ভারতেই ফিরে আসেন। পুলিশের মতে, তার বারবার দুবাই যাওয়ার ঘটনা সোনা পাচারের সঙ্গে যুক্ত।
তদন্তকারীরা জানিয়েছেন, রানিয়া তদন্তে সহযোগিতা করছেন না, তাই তাকে হেফাজতে রাখা হয়েছে। আদালত তার জামিন আবেদন নাকচ করে দিয়েছেন। এই মামলায় ধৃত অন্য একজন তরুণ রাজুকে ১৫ দিনের জেল হেফাজতে পাঠানোর নির্দেশও দিয়েছে বেঙ্গালুরুর বিশেষ আদালত।
এসকে//