বিনোদন

লাদেন আমার ভক্ত হলে তাতে দোষ কোথায় : অলকা

ছবি: সংগৃহীত

সম্প্রতি মায়ানগরী থেকে একটি অবাক করা খবর সামনে এসেছে। গণমাধ্যম সূত্রে জানা গেছে, ওসামা বিন লাদেন অলকা ইয়াগনিকের গানের ভক্ত ছিলেন।

২০১১ সালে পাকিস্তানের অ্যাবোটাবাদে লাদেনের কম্পিউটার থেকে অলকার অনেক গান উদ্ধার হয়। তার মধ্যে শুধু অলকা নয়, উদিত নারায়ণ এবং কুমার শানুরও গান ছিল। গানগুলির মধ্যে রয়েছে অজয় দেবগন-কাজলের ‘প্যায়ার তো হোনা হি থা’র ‘আজনবি মুঝকো ইতনা বতা’, সালমান খান-মাধুরী দীক্ষিতের ‘দিল তেরা আশিক’-এর শীর্ষ সঙ্গীত এবং ১৯৯৪ সালের ‘জানে তমন্না’তে গাওয়া উদিত নারায়ণের ‘তু চাঁদ হ্যায় পুনম কা’।

এমন একটি খবর প্রকাশ পেতেই অলকা নিজে মন্তব্য করেছেন। তিনি বলেছেন,লাদেন যদি আমার গানের ভক্ত হন,তাতে কোনো দোষ নেই। হয়তো তার আমার গান শুনতে ভালো লাগাত তাই সে শুনতো।

অলকা আরও বলেন, গানের ইন্ডাস্ট্রিতে অনেক সময় রাজনীতি চলে। এর ফলস্বরূপ তিনি কিছু গান হারিয়েছেন। তার অভিযোগ অনেক সময় তাকে দিয়ে গান গাওয়ানো হলেও রেকর্ডিংয়ের সময় অন্য শিল্পীর কণ্ঠ ব্যবহার করা হতো। এই কারণে তার কিছু গান কেড়ে নেওয়া হয়েছিল।

এই বিষয়টি সামনে আসার পর বলিউড ইন্ডাস্ট্রির অন্ধকার দিকগুলো সামনে এসেছে।যেখানে রাজনীতি এবং কূটকৌশল স্পষ্টভাবে প্রভাব বিস্তার করে।

এসকে// 

এ সম্পর্কিত আরও পড়ুন