কান পুরষ্কারজয়ী অভিনেত্রী এমিলি দ্যকেন আর নেই
কান পুরষ্কারজয়ী বেলজিয়ান অভিনেত্রী এমিলি দ্যকেন মারা গেছেন। রোববার(১৬ মার্চ) ফ্রান্সের একটি হাসপাতালে তিনি মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৩ বছর। তাঁর মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে এমিলির পরিবার ও এজেন্ট।
গণমাধ্যমকে এমিলি জানিয়েছেন, তিনি একটি বিরল ক্যানসারে আক্রান্ত। দুই বছরের কঠিন সংগ্রামের পর শেষমেশ ক্যানসারের কাছে পরাজিত হন তিনি।
১৯৯৯ সালে 'রোসেত্তা' সিনেমার জন্য কান চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেত্রী হিসেবে পুরস্কৃত হন এমিলি। সেই সিনেমাটি স্বর্ণপামও লাভ করে। এরপর তিনি 'দ্য গার্ল অব দ্য ট্রেন' ও 'আওয়ার চিলড্রেন'সহ আরও অনেক সফল সিনেমায় অভিনয় করেন।
গেলো বছর কান উৎসবে তিনি উপস্থিত ছিলেন, যেখানে তার পুরস্কার লাভের ২৫ বছর পূর্ণ হয়েছিল। পাশাপাশি, তিনি 'সারভাইভার' সিনেমার প্রচারণায়ও অংশ নেন। তবে, এর পর থেকে তার শারীরিক অবস্থা ধীরে ধীরে খারাপ হতে থাকে।
এসকে//