‘কৃষ ৪’-এর শুটিং বিলম্ব, ৭০০ কোটি রুপির বাজেট নিয়ে সমস্যা
হৃতিক রোশন অভিনীত ‘কৃষ ৪’ নিয়ে গত কয়েক বছরে অনেক খবর শোনা গেলেও সিনেমাটির কাজ এখনও শুরু হয়নি।
এবার নতুন একটি জটিলতার কারণে সিনেমাটির শুটিং আরও পিছিয়ে গেছে। ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী সিনেমাটির বিশাল বাজেট।প্রায় ৭০০ কোটি রুপি বিনিয়োগকারীদের জন্য ঝুঁকি হয়ে দাঁড়িয়েছে।যার ফলে সিনেমার প্রযোজনায় সমস্যা দেখা দিয়েছে।
‘কৃষ ৩’ মুক্তির পর এক যুগ হয়ে গেছে এবং নির্মাতা রাকেশ রোশন দীর্ঘদিন ধরে এই সুপারহিরো চরিত্রটি ফিরিয়ে আনতে চান।তবে সিনেমার প্রযোজক সিদ্ধার্থ আনন্দ যিনি হৃতিকের বন্ধু, এখন এই প্রকল্পে আর যুক্ত নন।৭০০ কোটি রুপি বাজেটের এই সিনেমার জন্য এখনও কোনো স্টুডিও চুক্তি করেনি।
বর্তমানে সুপারহিরো সিনেমার প্রযুক্তি অনেক উন্নত হয়েছে আর এই ধরনের সিনেমা তৈরিতে বড় বাজেট প্রয়োজন।কিন্তু এত বড় বিনিয়োগ করতে কোনো প্রযোজনা প্রতিষ্ঠান রাজি নয়।তাই সিনেমার কাজ শুরু হচ্ছে না।তবে নির্মাতা রাকেশ রোশন এবং হৃতিক রোশন হাল ছাড়ছেন না।দ্রুত সিনেমার শুটিং শুরু করার জন্য তারা ভারতের বড় স্টুডিওগুলোর সঙ্গে আলোচনা করছেন।
এসকে//