আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট, ইঙ্গিত ডোনাল্ড ট্রাম্পের

ছবি: সংগৃহীত

বাণিজ্য উত্তেজনার মধ্যে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং শীঘ্রই যুক্তরাষ্ট্র সফরে আসতে পারেন বলে ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (১৭ মার্চ) ওয়াশিংটনের কেনেডি সেন্টারে একটি ইভেন্টে বক্তব্য দেওয়ার সময় বিস্তারিত না জানালেও ট্রাম্প বলেন, ‘তিনি খুব শীঘ্রই আসবেন।

মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল বলছে, প্রতিবেদন অনুযায়ী, জুনে একটি শীর্ষ সম্মেলনের বিষয়ে প্রাথমিক আলোচনা চলছে, যা উভয় নেতার জন্মদিনের সঙ্গে মিলে যাবে।

শি জিন পিংয়ের ওয়াশিংটন সফরের এই খবরটি এমন সময়ে আসলো যখন যুক্তরাষ্ট্র এবং চীন বাণিজ্য বিরোধে আটকে রয়েছে। 

চলতি মাসের শুরুতে, মার্কিন প্রেসিডেন্ট চীনা আমদানির উপর শুল্ক ১০ শতাংশ থেকে ২০ শতাংশে বাড়িয়েছেন। এর প্রতিক্রিয়ায়, চীন আমেরিকান কৃষি পণ্যের উপর ১৫ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করেছে, যার মধ্যে রয়েছে সয়াবিন, শুকর ও মুরগি।

গেলো সপ্তাহে, চীন উত্তেজনা কমানোর জন্য সংলাপ করার আহ্বান জানিয়েছে।

২০২৩ সালের নভেম্বরে শেষবার শি জিনপিং যুক্তরাষ্ট্র সফর করেন। সেবার তিনি জো বাইডেনের সঙ্গে ক্যালিফোর্নিয়ায় একটি বৈঠক করেছিলেন।

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন