খেলাধুলা

ব্রাজিল ও উরুগুয়ে ম্যাচ খেলতে পারবেন না বলে হতাশ মেসি

ছবি: সংগৃহীত

আর্জেন্টিনা ও ব্রাজিল ম্যাচ খেলবে কিন্তু সেখানে দেখা যাবে না লিওনেল মেসি ও নেইমারকে। এই অবস্থাকে লবণ ছাড়া তরকারির সাথে তুলনা করতে পারেন ফুটবল ভক্তরা। নেইমার চোটের কারণে থাকতে পারছেন না স্কোয়াডে, তা আগেই জানা যায়। আর্জেন্টিনা স্কোয়াডে মেসিও থাকছেন না চোটের কারণে।

দল থেকে এভাবে ছিটকে গিয়ে হতাশ হয়েছেন মেসি। এক অভিব্যক্তিতে তিনি জানান, জাতীয় দলের হয়ে উরুগুয়ে ও ব্রাজিলের বিপক্ষে দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচে অংশগ্রহণ করতে না পারা খুবই দুঃখজনক। আমি সবসময় চাইতাম সেখানে থাকতে, কিন্তু শেষ মুহূর্তে একটি ছোট আঘাত আমাকে আবার খেলা থেকে বিরতি নিতে বাধ্য করেছে। এই কারণে আমাকে দলে রাখা হয়নি। তবে, আমি এখান থেকেই দলকে উৎসাহ দিতে থাকব এবং অন্য এক ভক্তের মতো তাদের সমর্থন করব।‘

মেজর লিগ সকারে আটালান্টা ইউনাইটেডের বিপক্ষে ইন্টার মায়ামির ২-১ গোলে জয়ের ম্যাচে বাঁ পাশের ঊরুতে চোট পান মেসি। এই চোটের কারণেই মূলত বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ দুইটিতে থাকা হচ্ছে না তার।

আগামী ২২ মার্চ বাংলাদেশ সময় ভোর ৫ টা ৩০ মিনিটে উরুগুয়ের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। আর বহুল আকাঙ্ক্ষিত ম্যাচে আগামী ২৬ মার্চ সকাল ৬ টায় ব্রাজিলের মুখোমুখি হবে আর্জন্টিনা।

এমএইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন