জাতীয় স্কুল ক্রিকেট
মোস্তাকিমের ব্যাটে অপরাজিত ৪০৪ রান, ৫০ চার, ২২ ছক্কা

জাতীয় স্কুল ক্রিকেটে এক অবিশ্বাস্য সংগ্রহ তুলেছেন ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের মোস্তাকিম হাওলাদার। ব্যক্তিগত ৪০০ রান তুলেছেন ৫০ ওভারের ম্যাচে। ওদিকে দলের সংগ্রহ পৌঁছে যায় ২ উইকেট হারিয়ে ৭৭০ রানে। মোস্তাকিমের আরেক সতীর্থ সোয়াদ পারভেজ পেয়েছেন ডাবল সেঞ্চুরি।
মঙ্গলবার (১৮ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয় খেলার মাঠে সেন্ট গ্রেগরি স্কুলের বিপক্ষে এসব কীর্তির দেখা পাওয়া যায়।
মোস্তাকিম ইনিংসটি খেলেছেন ১৭০ বলে। যেখানে ছিল ৫০ টি চার, ২২ টি ছক্কা। তিনি ৪০৪ রানে অপরাজিত ছিলেন। বাংলাদেশের স্কুল বা স্বীকৃত ক্রিকেটে এটাই সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ।
সতীর্থ সোয়াদের সঙ্গে মোস্তাকিমের জুটি ছিল ৬৯৯ রানের। সোয়াদ অপরাজিত ছিলেন ১২৪ বল খেলে ২৫৬ রান নিয়ে। তার ইনিংসে ছিল ৪২ টি চার, ১৩ টি ছক্কা।
প্রতিপক্ষ সেন্ট গ্রেগ্ররি আকাশসমান লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে মাত্র ৩২ রানে অলআউট হয়ে যায়। ক্যামব্রিয়ান স্কুলের পক্ষে বল হাতে হাসান হৃদয় ৬ উইকেট ও সোয়াদ নেন ৪ উইকেট।
মিরপুরে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে মোস্তাকিম তার ইনিংস নিয়ে জানান, ‘আল্লাহ লিখে রাখছে। আর নিজের ওপর আত্মবিশ্বাস ছিল। যখন উইকেটে আসি, চেষ্টা করেছি ব্যাটের সঙ্গে বলের সংযোগটা ভালো করতে। যখন দেখলাম ভালো লাগছে, তখন মনে হয়েছে পারব আজকে।’
সোয়াদ ও মোস্তাকিম আরও ছোট থেকেই একসাথে খেলে আসছেন। দুজনের বোঝাপড়া ভালো। ৬৯৯ রানের জুটি প্রসঙ্গে মোস্তাকিম বলেন, ‘শেষ দিকে ওভার কম ছিল। ও আমাকে স্ট্রাইক দিয়ে সাহায্য করছিল। ও আর আমি ছোটবেলা থেকেই একসঙ্গে খেলি। অনেক সাহায্য করেছে। আমাদের লক্ষ্য ছিল দুজন মিলেই যেন শেষ করে আসতে পারি।’
সাকিব আল হাসানকে ক্রিকেটে আদর্শ মানেন মোস্তাকিম। তবে পাওয়ার হিটিংয়ের জন্য ক্যারিবিয়ান ক্রিকেটটা পছন্দ তার।
এমএইচ//