বিনোদন

প্রথমবারের মতো মঞ্চে গান গাইলেন সিয়াম

ছবি: সংগৃহীত

নাটকের অভিনেত্রী জান্নাতুল হিমি এবং চিত্রনায়ক সিয়াম আহমেদ প্রথমবার একসাথে ‘ইত্যাদির’ মঞ্চে গান গেয়েছেন। হিমি ছোটবেলা থেকেই গানের প্রশিক্ষণ নিয়েছেন এবং অনেকবার গানও গেয়েছেন। তবে সিয়াম কখনোই গান শেখেননি বা গান নি। সিয়াম বলেন, গান গাইতে আমি কখনোই অভ্যস্ত নই। কিন্তু হানিফ সংকেত এবং কবির বকুল আমাকে ঈদের উপহার হিসেবে দর্শকদের জন্য গান গাইতে বললেন।

সেই কথার সুরে সিয়াম গান গান এবং বলেন আমি কখনোই গান বলাতে অভ্যস্ত নই। তবে ঈদে দর্শকদের উপহারের কথা ভেবে গেয়েছি।গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন ইমরান।যিনি সিয়ামের বন্ধু। সিয়াম গানটির মেলোডি এবং সুরের প্রশংসা করে বলেন, এটি খুব সুন্দর এবং মেলোডিয়াস। তিনি বলেন, "আমি পেশাদার গায়ক না, কিন্তু পরিবারের কেউ গান গাইছে, এটা ভেবে শোনার চেষ্টা করুন।"

সিয়াম আরও জানান, তার বাবা গান শুনতেন, তবে তার বাবার পেশাগত গানে অভ্যস্ত ছিলেন না। সিয়াম বলেন, বাবা যদি ছোট বয়সে সংসারের চাপ না নিতেন, তবে তিনি একজন সংগীতশিল্পী হতে পারতেন।সিয়াম আরও বলেন, তার প্রিয় শিল্পী মান্না দে, খালিদ হাসান মিলু এবং বারী সিদ্দিকী ছিলেন।

হিমি জানান, তার জীবনে প্রথম গান গাওয়ার প্রস্তাব তিনি ‘প্রথম আলোর ক্যাফে’ লাইভ অনুষ্ঠানে গানের অভিজ্ঞতার পর পেয়েছিলেন। ইমরান ভাইয়ের কম্পোজিশনে এটি তার প্রথম গাওয়া গান। তিনি বলেন, গানটি গাওয়ার অভিজ্ঞতা খুব ভালো ছিল।বিশেষ করে ইত্যাদি অনুষ্ঠানে গান গাওয়া আমার জন্য নস্টালজিক।

গানটি নিয়ে সিয়াম এবং হিমি দুজনেই অনেক খুশি এবং এখন তারা দর্শকদের প্রতিক্রিয়ার জন্য অপেক্ষা করছেন। ‘তুমি আমায় ভালোবাসো, আমি তোমায় ভালোবাসি’ এমন কথার গানটির কথা লিখেছেন কবির বকুল এবং গ্রন্থনা, পরিকল্পনা, পরিচালনা করেছেন হানিফ সংকেত।

এসকে//  

এ সম্পর্কিত আরও পড়ুন